‘পুষ্পা ২’ প্রিমিয়ারে পদপিষ্ঠ হয়ে মৃত মা, আহত পুত্র
Mother and son die after being trampled at 'Pushpa 2' premiere

Truth Of Bengal: সিনেমার প্রিমিয়ার দেখতে গিয়ে পদপিষ্ঠ হয়ে মৃত্যু হল এক মহিলার। মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের পুষ্পা ২। এর পর থেকেই বক্স অফিসে ঝড় উঠেছে । কিন্তু এই সিনেমা দেখতে এসে যে মৃত্যু হবে এক জনের তা কেউ কল্পনাও করতে পারে নি। হায়দরাবাদের একটি প্রেক্ষাগৃহে চলছিল ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার। অসংখ্য ভক্তদের ঢল দেখা গিয়েছিল থিয়েটার চত্বরে। কিন্তু তারই মাঝে ঘটে গেল বিপত্তি।
প্রিমিয়ার চলাকালীন হঠাৎ করে প্রিমিয়ারে এসে পড়েন অভিনেতা আল্লু অর্জুন। রাত সাড়ে ১০ টা নাগাদ সেখানে এসে উপস্তিত হন অর্জুন, তাঁকে দেখার জন্য ভক্তদের উন্মাদনা তুঙ্গে। একঝলক দেখার জন্য উপচে পড়ে ভক্তদের ঢল। এতো ভিড় যে সেই চাপেই ভেঙে পড়ে চক্তদের মূল প্রবেশ পথের লোহার গেট। পুলিশ থাকা সত্ত্বেও যে বিপুল পরিমাণে ভিড় জড়ো হয়েছিল তা সামাল দিতে পারেনি পুলিশের লাঠি চার্জও। পুলিশ সূত্রে খবর এই সময় হুড়োহুড়ি করতে গিয়ে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় বছর পঁয়ত্রিশের এক মহিলার। গুরুতর ভাবে আহত হয়েছে তার সাথে থাকা ৯ বছরের শিশু। পরে মহিলার ওই পুত্রকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। পুলিশের থেকে জানা গেছে মৃত ওই মহিলার নাম রেবতী। তার সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন তার স্বামী এবং তার দুই সন্তান।
আসলে শুধু সিনেমা দেখা নয়, অর্জুন ও সিনেমার বাকি কলাকুশলীদের এক ঝলক দেখার জন্য প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছিলেন বহু ভক্ত। আগে থেকেই সেখানে অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত পুলিশ থাকা সত্ত্বেও পরিস্থিতি সামলানো যায়নি। আল্লু অর্জুনের প্রবেশের পরেই পরিস্থিতি একেবারে বেসামাল হয়ে ওঠে। অভিনেতাকে দেখতে চারিদিকে পড়ে যায় হুড়োহুড়ি। আর সেই হুড়োহুড়িতেই ঘটে যায় এই দুর্ঘটনা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।