মাঝপথেই শো ছাড়লেন মোনালি! অনুরাগীদের কাছে চাইলেন ক্ষমা, কিন্তু কেন ?
Monali left the show in the middle! Apologized to the fans, but why?

Truth Of Bengal: আয়োজকদের ওপর ক্ষোভ উগরে দিয়ে কনসার্ট থামালেন মোনালি ঠাকুর। অনুরাগীদের কাছে ক্ষমাও চাইলেন তিনি। আয়োজকের ব্যবস্থাপনায় সন্তুষ্ট ছিলেন না সংগীতশিল্পী। বারাণসীর একটি কনসার্ট থেকে সেই ছবিই ধরা পড়লো সামাজিক মাধ্যমে।
জানা যায়, ২২ ডিসেম্বর বারাণসীতে শো ছিল মোনালির। কিন্তু শো-এর ব্যবস্থাপনা দেখে হতাশ হন সঙ্গীতশিল্পী। এমনকি মঞ্চের এমন অবস্থা যে অনুষ্ঠান চলাকালীন পায়ে চোটও পেতে পারতেন তিনি। কার্যত আয়োজকদের দায়িত্বজ্ঞানহীন বলে ক্ষোভ উগরে দেন মোনালি। মাঝপথেই শো থামিয়ে দিতে বাধ্য হন তিনি।
View this post on Instagram
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতে মোনালিকে বলতে শোনা যায়, ”আমি আর আমার টিম এখানে অনুষ্ঠান করার সুযোগ পেয়ে খুব উচ্ছ্বসিত ছিলাম। আয়োজনের কথা ছেড়েই দিলাম। কী অবস্থা এখানে। এর জন্য আয়োজকরাই দায়ী। অনেকবার বলেছিলাম, আমার পায়ে চোট লাগতে পারে। আমার সঙ্গে যে নৃত্যশিল্পীরা এসেছিলেন, তারাও আমাকে শান্ত করার চেষ্টা করেছেন অনেকবার, কিন্তু এহেন চূড়ান্ত অব্যবস্থাপনার মধ্যে শো করা খুব মুশকিল!”
কনসার্টে উপস্থিত দর্শকদের কাছে ক্ষমা চেয়েও নেন মোনালি ঠাকুর। তিনি বলেন, ”অনুষ্ঠানটা করার জন্য আমরা ভীষণ চেষ্টা করেছি। কারণ আপনারা যারা টাকা দিয়ে টিকিট কেটে এসেছেন, তাদের সবার কাছে আমি কৈফিয়ত দিতে বাধ্য। তাই না? কারণ এরপর আপনারা আমাকেই দোষ দেবেন। আশা করি আমি একদিন সেই জায়গায় পৌঁছব, যখন আমি নিজেই শোয়ের সমস্ত দায়িত্ব নিতে পারব। এই টম, ডিক হ্যারির মতো যাকে তাকে বিশ্বাস করতে হবে না। যারা একেবারে দায়িত্বজ্ঞানহীন। কোনও কাজের নয়! আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি শো বন্ধ করার জন্য। আমি আবার আসব। আশা করি, তখন আপনাদেরকে ভালো একটা অনুষ্ঠান উপহার দিতে পারব। আমাদের ক্ষমা করবেন।”