বিনোদন

ফুটপাতের বাসিন্দাদের নিয়ে মুক্তি পেল ‘মন পতঙ্গ-মাইন্ড ফ্লাইজ’

'Mind Flies' about the inhabitants of the sidewalks released

Truth of Bengal: সমাজের বাস্তব কিছু ছবি যখন সিনেমা রূপে বড় পর্দায় ধরা দেয়, তখন সেটি গুরুত্বও পায় সবার কাছে। ঠিক তেমনই একটি ফিচার ফিল্ম হল ‘মন পতঙ্গ-মাইন্ড ফ্লাইজ’। ফিচার ফিল্ম ‘মন পতঙ্গ-মাইন্ড ফ্লাইজ’ সম্প্রতি মুক্তি পেল কলকাতার ফুটপাতেই। ছবিটি শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পালের দ্বিতীয় ফিচার ছবি। কিছুদিন আগেই সামনে এসেছিল অরোরা ফিল্ম কর্পোরেশন প্রযোজিত এবং অঞ্জন বসু নিবেদিত এই সিনেমাটি বড় পর্দায় মুক্তির ঘোষণা।

আগামী ১৩ ডিসেম্বর এই সিনেমাটি বড় পর্দায় মুক্তি পেতে পারে বলে জানিয়েছে পরিচালক। তবে বড়পর্দায় ধরা দেবার আগেই ফুটপাতে মুক্তি পেল ছবিটি। ইতিমধ্যেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ বাংলা সিনেমার সম্মান পেয়েছে ছবিটি। এছাড়াও আরও বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছে রাজদীপ-শর্মিষ্ঠা পরিচালিত এই সিনেমাটি।

সিনেমার প্রযোজক অঞ্জন বসু জানিয়েছে, এই সিনেমাটিতে এমন অনেক মানুষ আছে, যারা ফুটপাতের বাসিন্দা। এই সিনেমার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আসলে ফুটপাতের বাসিন্দাদের। প্রতি মুহূর্তে বেঁচে থাকার লড়াই ফুটিয়ে তোলা হয়েছে ছবিটির মাধ্যমে। এই সিনেমার মাধ্যমে আরও দেখানো হয়েছে এমন একটি স্বপ্ন, যা আসলে ফুটপাতের বাসিন্দা থেকে কোটিপতি সকলেই বাস্তবায়ন করার চেষ্টা করে।

এই স্বপ্নকে বাস্তব করার আকাঙ্ক্ষায় মানুষ কখনো হিংস্র, আবার কখনো সুবিধাভোগী হয়ে ওঠে। প্রসঙ্গত, এই সিনেমায় অভিনয় করেছেন, সীমা বিশ্বাস, জয় সেনগুপ্ত, শুভঙ্কর মোহন্তা, বৈশাখী রায়, অমিত সাহা, জনার্দন ঘোষ, অনিন্দিতা ঘোষ, অনিন্দ্য রায়।

Related Articles