
The Truth of Bengal:বড়পর্দায় হোঁচট খাওয়ার পর এবার ওটিটির পর্দায় মুক্তি পেতে চলেছে ক্যাটরিনা কাইফ ও বিজয় সেতুপথ অভিনীত ‘মেরি ক্রিসমাস’ ৷ নতুন বছরের শুরুতে বক্স অফিসে ভাল ফল না করায় এবার ওটিটিকে বেছে নিলেন ছবির প্রযোজক বিজয় সেতুপতি। তাই ওটিটিতে মুক্তি পেয়েছে এই সাসপেন্স থ্রিলার ৷ চলতি বছর নারীদিবস থেকে ওটিটিতে দেখা যাচ্ছে ‘মেরি ক্রিসমাস’। নতুন বছরের শুরুতেই বড় পর্দায় মুক্তি পেয়েছিল মেরি ক্রিসমাস।
থ্রিলার, ড্রামা, রোম্যান্স এবং কমেডি সবকিছুই মজুত ছিল এই ছবির পরতে পরতে। তা সত্ত্বেও বছরের প্রথমে ক্যাটরিনা ও বিজয় সেতুপতির এই সাসপেন্স থ্রিলার মুখ থুবড়ে পড়ে। আলবার্ট ও মারিয়ার কাহিনিও দর্শকের মন কাড়তে ব্যর্থ হয় । কিন্তু এবার ছবিটি বদলেছে। ওটিটিতে ভালই চলছে ছবিটি। এবার ছবির স্ট্রিমিং শুরু হয়েছে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে। আন্তর্জাতিক নারী দিবসের দিন থেকে ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে এই ছবিটি। সেখানেই বাজিমাত করল ‘মেরি ক্রিসমাস’।
ওটিটিতে মুক্তির পর থেকে ওটিটিতে ভালই ব্যবসা করেছে ছবিটি। দিন দিন ভিউয়ের সংখ্যা হুহু করে বাড়ছে ছবির। ফলে স্বাভাবিকভাবে হাসি ফুটেছে ছবির প্রযোজক বিজয় সেতুপতির মুখে।ছবির শুরু হয় আলবার্ট ও মারিয়ার কাহিনি দিয়ে। চিত্রনাট্য অনুযায়ী বহুদিন পর ক্রিসমাসে বহুদিন পর বাড়ি ফেরে আলবার্ট। এরপর বোম্বের এক সুরাখানায় তাঁর সঙ্গে আলাপ হয় মারিয়ার। দুজনের এই সাক্ষাত্ থেকে প্রেমের সূচনা হয়। কিন্তু মারিয়ার স্বামীর খুনে চির ধরে দুজনের প্রেমের কাহিনিতে। এই টুইস্টে গল্পের মোড় ঘুরে যায় অন্যদিকে। আর এই গল্পেই কাত ওটিটির দর্শকরা।