‘মেন্টাল’ হল ‘সেন্টিমেন্টাল’, সেন্সরবোর্ডের হস্তক্ষেপে ছবির নাম পরিবর্তন
Censorboard intervention to change the name of the film

The Truth of Bengal: সেন্সরবোর্ডের হস্তক্ষেপে রাতারাতি নাম বদলে গেল যশ-নুসরতের প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘মেন্টাল’-এর। মেন্টাল পরিবর্তিত হয়ে হল সেন্টিমেন্টাল। নুসরত এই নাম পরিবর্তনের খবর শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতেও। সেখানে তিনি ভক্তদের উদ্যেশে লিখেছেন, ”দর্শকের ভালোবাসায় আমরা #Mentaaal থেকে হলাম #Sentimentaaal …শুধু নামটাই বদলেছে .. খেলাটা একই আছে…দেখা হচ্ছে ১৯ জানুয়ারি সিনেমা হলে”। নুসরত বললেও শুক্রবার ছবি মুক্তির দিন স্থির হয়েছিল। ইতিমধ্যেই ছবির পোস্টার পড়ে গিয়েছিল শহরের বিভিন্ন মোড়ে। কিন্তু ,এবার মেন্টাল সেন্টিমেন্টাল হওয়ায় ছবির মুক্তির ক্ষেত্রেও বড়সড় রদবদল হতে চলেছে বলে মনে করছে টলিপাড়া।
যশ এবং নুসরত, দু’জনেই বাণিজ্যিক ছবি থেকে উঠে এসেছেন, এবার সেই বাণিজ্যিক ছবিরই হাত ধরে প্রযোজক হয়ে টলিউডে আত্মপ্রকাশ করছেন যশরত। এই ছবিতে ফের একবার খাকি উর্দিতে সেলুলয়েডে আসছেন যশ। ইন্সপেক্টর সূর্য রায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। রঘুনাথপুরের প্রেক্ষাপটে সাজানো এই ছবির গল্প। নুসরত ও যশ ছাড়াও এই ছবিতে বহুদিন পর দেখা যাবে সায়ন্তনী ঘোষকে। তবে, এই ছবিতে ভিলেন অবতারে দেখা যাবে তাঁকে।
এর আগে বলিউডে ২০১৯ সালে মুক্তি পেয়েছিল জাজমেন্টাল হ্যায় কেয়া। কঙ্গনা রানাওয়াত ও রাজকুমার রাওয়ের এই ছবিরও প্রথম নামকরণ ছিল মেন্টাল। পরে সেই ছবিটিও পরবর্তীকালে সেন্সরবোর্ডের নির্দেশে হয়ে হয় জাজমেন্টাল হ্যায় কেয়া। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি হল যশরত প্রযোজিত প্রথম ছবিতেই। তাই, স্বাভাবিকভাবেই ছবি মুক্তির আগে কিছুটা হলেও ব্যাকফুটে যে যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের জুটি তা বলাইবাহুল্য।