বিনোদন

ফের নেটফ্লিক্সে আসছে মারণ খেলা, প্রকাশ্যে স্কুইড গেম ২-এর টিজার

Maran Khel is coming to Netflix again, the teaser of Squid Game 2 has been released

Truth Of Bengal: নেটফ্লিক্সে আবারও ফিরছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মারণ খেলা। শীঘ্রই মুক্তি পাচ্ছে দক্ষিণ কোরিয়ার ডিস্টোপিয়ান সার্ভাইভাল থ্রিলার স্কুইড গেম ২। সিরিজটির প্রথম সিজনও দর্শকমহলে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে। দ্বিতীয় সিজনেও চমক দিতে প্রস্তুত সিরিজ নির্মাতারা। এবার  প্রকাশ্যে এল সিরিজের স্পেশাল টিজার।

২০২১ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় এই সার্ভাইভাল থ্রিলার ঘরানার সিরিজটি। সিরিজটি পরিচালনা করেন হংদুং ইয়ক। সিরিজের প্রেক্ষাপট ছিল, ঋণে জর্জরিত কিছু মানুষকে একটা অজানা-অচেনা জায়গায় নিয়ে এসে এমন এক গেম খেলায় অংশগ্রহণ করানো হয়। গেমটির নাম স্কুইড গেম। যেখানে প্রতিযোগী ৪৫৬ জন, কিন্তু জিতবে মাত্র একজনই। যে জিতবে পুরস্কার স্বরূপ মিলবে কয়েকশো কোটি টাকা। আর হারলে শাস্তি স্বরূপ জুটবে মৃত্যু। এই স্কুইড গেমের প্রতি রাউন্ডে যে বা যারা বিশেষ টাস্ক বা চ্যালেঞ্জে পাশ করতে ব্যর্থ হবে, তাদের সেখানেই গুলি করে মেরে ফেলা হবে। যারা জিতবে তারা চলে যাবে পরের রাউন্ডে। তবে পরের রাউন্ডেও এইএকই নিয়মই থাকবে। জীবন-মৃত্যুর এই ‘স্কুইড গেম’দেখে শিহরিত হয়ছিল দুনিয়া।

নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পরই সবচেয়ে জনপ্রিয় শো হিসেবে রেকর্ড করেছিল এই সিরিজ।  নব্বইটি দেশে ‘স্কুইড গেম’ সর্বোচ্চ ভিউয়ারশিপ অর্জন করেছিল। এমনকি ভারতীয় দর্শকদের মধ্যেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এই শো। এই শোয়ের প্রথম সিজনটি এমনভাবেই  শেষ করা হয়েছিল যে, দর্শকদের মধ্যে এর দ্বিতীয় সিজন নিয়ে আর বেশি আগ্রহ তৈরি হয়েছিল। সেই প্রতীক্ষার অবসান হচ্ছে এবার। চলতি বছর ২৬ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে স্কুইড গেম-এর দ্বিতীয় সিজন। তারই টিজার ট্রেলার শুক্রবার প্রকাশ্যে আনল নেটফ্লিক্স। ট্রেলারেই স্পষ্ট, এবারের ‘স্কুইড গেম’ আরও ঝুঁকিপূর্ণ, আরও টানটান, আরও থ্রিলিং হতে চলেছে।

Related Articles