বিয়ের পিঁড়িতে বসতে চলেছে মনামী-শুভাশিস! আসল রহস্য লুকিয়ে অভিনেত্রীর পোস্টে
Manami-Shuvashis is going to sit on the wedding floor! The real secret is hidden in the post of the actress

The Truth Of Bengal: টলিপাড়ায় নতুন প্রেমের গুঞ্জন। মনামীর জীবনে প্রেমের জোয়ার। মনামীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা। বছর ৪০-এর মনামীর প্রেমে পড়েছেন বর্ষীয়ান অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। দুজনের নাকি বিয়েও পাকা হয়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, এই খবরে আদৌ কোনও সত্যতা রয়েছে কী! ব্যাপারটা ঠিক হচ্ছে টা কি!
আসল রহস্য লুকিয়ে রয়েছে মনামীর সোশ্যাল মিডিয়া পোস্টে। ব্যক্তিগত জীবনে নয় অনস্ক্রিন জুটু বাঁধছেন মনামী-শুভাশিস। বড়পর্দায় আসতে চলেছে রাজকুমার মজুমদার পরিচালিত ‘ফণীবাবু যুগ যুগ জিও’।মনামী নিজের ইনস্টাগ্রামে চিত্রনাট্য সহ ছবি পোস্ট করে সেখানে লেখেন, “এমন মন কেড়ে নেওয়া, দারুণ আর পাঁজরে সুড়সুড়ি দেওয়া স্ক্রিপ্ট আমি আগে কখনও পড়িনি… আমার পরবর্তী..।” স্ক্রিপ্টের উপরে লেখা ‘সুন্দরী’। মনে করা হচ্ছে, এটি মনামীর চরিত্রের নাম।
আসন্ন ছবিতে মনামী-শুভাশিসকে দেখা যাবে স্বামী-স্ত্রী রূপে। তাই নিয়েই এত শোরগোল পড়ে গিয়েছে। ছবিটি আদ্য-প্রান্ত কমেডি ঘরানার একটি ছবি। মনামীর সঙ্গে শুভাশিসের বয়সের ব্যবধান বেশ অনেকটাই। ছবিতে তাঁদের রসায়ন কতটা ফুটে উঠবে তা নিয়েও উঠছে অনেক। কিন্তু এই বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী মনামী। এই নিয়ে তিনি জানান, বয়সের যতই ব্যবধান থাক, তিনি এবং শুভাশিস পর্দায় জমিয়ে দেবেন। ছবিতে বৃদ্ধ শুভাশিসের তরুণী স্ত্রী মনামী। তাঁর সাজ পোশাকে রয়েছে ষাটের দশকের ঝলক। পরনে আটপৌরে শাড়ি, হাতে শাখা-পলা, মাথায় সিঁদুর পড়ে একেবারে পরিপূর্ণ বাঙালি গিন্নি রূপে দেখা যাবে তাঁকে।আদিকা প্রোডাকশনসের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘ফণীবাবু যুগ যুগ জিও’। পরিচালনার পাশাপাশি সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপের দায়িত্বও সামলেছেন রাজু মজুমদার। নিবেদনায় আদিত্য অশোক। আর ছবির গানের দায়িত্বে রয়েছেন ভূমি ব্যান্ডের সুরজিৎ চট্টোপাধ্যায়। এই ছবির শুটিং শুরু হবে আগামী মাস থেকে। কলকাতা সহ একাধিক জায়গায় ছবির শুটিং হবে।