বিনোদন

নতুন ভূমিকায় নৈহাটির বিধায়ক! প্রশংসিত মুখ্যমন্ত্রীর কাছে

Mamata banarjee comment on Partha Bhowmick

The Truth of Bengal:  ১১ই অগাস্ট রাজ চক্রবর্তী ওয়েব সিরিজ আবার প্রলয় মুক্তি পেয়েছে। তাতে অভিনয় করতে দেখা গিয়েছে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকে। তার অভিনয়ে  প্রশংসা ছড়িয়ে পড়েছে সাধারণ দর্শক মহলে।তাঁর সঙ্গে দেখা হলেও প্রায় সকলেই বলে উঠছেন তাঁর অভিনীত চরিত্রের সংলাপ, ‘হ্যালো স্যার’। এবার কাজে জন্য প্রশংসাপ্রপ্ত মুখ্যমন্ত্রীর কাছে। মন্ত্রী সভার বৈঠকে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষ করে নিজের ঘরে বসেছিলেন তিনি। সেখানেই পরিচিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছিলেন তিনি।

বিশেষ কাজেই ফের মু্খ্যমন্ত্রীর ঘরে আসেন পার্থ। দেখেই সাংবাদিকদের ঠোঁটের কোনে হাসির ঝলক। মুখে একটাই কথা ‘হ্যালো স্যার’।  এমন কথা শোনামাত্রই মুখে আঙুল দিয়ে সবাইকে চুপ করতে অনুরোধ করেন পার্থ। কিন্তু তাতেও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রতিক্রিয়া আটকাতে পারেননি ‘আবার প্রলয়’-এর পুলিশ ইন্সপেক্টর করালীবাবু। ততক্ষণে মুখ্যমন্ত্রীর নজরে পড়ে গিয়েছেন তৃণমূল নেতা। বলেন মুখ্যমন্ত্রী, “শুনলাম তুই নাকি খুব ভাল কাজ করেছিস।

এত দায়িত্ব নিয়েও কাজ করে যে এ সব করতে পেরেছিস জেনে ভালই লাগল”।মুখ্যমন্ত্রীর এমনটা বলার পরেই তাঁর কাছে গিয়ে পা ছুঁয়ে আশীর্বাদ নেন নৈহাটির বিধায়ক। সাংবাদিকদের একজন আবার মুখ্যমন্ত্রীকে পার্থবাবুর কাজ দেখার অনুরোধ করেন। তাতেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দলের কেউ যদি শিল্প, সাহিত্য জগতে ভাল কাজ করতে পারে, তাঁর বড় ভাল লাগে। তবে এখন আর কোনও ছবি বা ওয়েব সিরিজ়ে অভিনয় করতে চান না বলেই জানিয়েছেন তিনি। শুধু থিয়েটারে অভিনয় চালিয়ে যাবেন আগামী বছর ১২ মার্চ পর্যন্ত। তার পর ২০২৪ সালের লোকসভা ভোটের জন্য ব্যস্ত হয়ে পড়বেন তিনি।

Related Articles