বিনোদন

মুক্তি পেল ‘ময়দান’-এর ট্রেলার, ছবির ট্রেলার আশা জাগালো

Maidan Trailer

The Truth of Bengal: চলতি বছর ইদে মুক্তি পেতে চলেছে অজয় দেবগনের স্পোর্টস ফিল্ম ময়দান। এর আগে বিভিন্ন কারণে বারবার ছবির মুক্তির তারিখ পিছিয়ে গেলেও এবার ইদের মরশুমেই মুক্তি পাবে ছবিটি। ভারতীয় ফুটবলের কিংবদন্তী কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবন উঠে আসবে ময়দান বায়োপিকটিতে। এই ছবিতে একাধিক বাঙালি অভিনেতাকেও দেখা যাবে। সম্প্রতি মুক্তি পেল ছবির ট্রেলার। কেমন হল এই ট্রেলার সেটাই এখন দেখে নেওয়া যাক।

 

Related Articles