Maharagni: অ্যাকশন-থ্রিলারের মিশনে কাজল! নতুন লুকে ধরা দিলেন অভিনেত্রী
Maharagni: Official Teaser of Magaragni finally out now, here's the review

The Truth Of Bengal: বলিউডের কুইন অব কুইনস, কাজল নিয়ে চলে এসেছেন তাঁর নতুন ছবির টিজার। যা প্রকাশ্যে আশা মাত্রই হইচই সোশ্যাল মিডিয়া জুড়ে। পরিচালক চরণ তেজা উপ্পলাপতি তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হান্ডেল থেকে টিজারটিকে এদিন শেয়ার করেছেন। যেখানে কাস্টিং’র ক্ষেত্রে কোনও কমতি, একেবারেই রাখতে চাননি তিনি। সিনেমায় নাসিরুদ্দিন শাহ, প্রভু দেবা’কেও মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কাজলের সঙ্গে।
“মা সরস্বতীর জ্ঞান ও মা লক্ষ্মীর সমৃদ্ধি এবং মা দুর্গার শক্তি, এত কিছু থাকার সত্ত্বেও কিসের ভয়?” কাজলের নতুন অবতারে মুক্তি পেল ‘মহারাগ্নি’র টিজার। আর সেখানেই কাজলের এই ডায়লগ সঙ্গে তাঁর নতুন অবতার লুক নিয়ে পড়েছে বিটাউনে হইচই। ট্রেলার দেখে এককথায় ঘায়েল হয়েছেন সকলেই। যেখানে ছবির নির্মাতা জানাচ্ছেন যে, সিনেমায় থাকছে থ্রিলিং সঙ্গে ইমোশনের মেলোড্রামা। ছবিতে কেবল কাজল নয়, সঙ্গে থাকছেন একাধিক জনপ্রিয় মুখ। নাসিরুদ্দিন শাহ সহ প্রভু দেবা এবং সম্যুক্তা মেনন’কেও এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
এছারাও রয়েছে আরও এক চমক, ২৭ বছরের দীর্ঘ অপেক্ষার পর আবারও কাজল এবং প্রভু দেবা’কে চরণ তেজার এই সিনেমায় অভিনয় করতে যাবে, যা এক বাড়তি উন্মাদনার সৃষ্টি করছে তাঁর অনুরাগীদের কাছে। কিছুদিন আগেই অভিনেতা নাসিরুদ্দিন শাহ এক বিশেষ সাক্ষাৎকারে বলেন যে, এখন বলিউডে তিনি তেমন কোনও ভালো কাজ হতে দেখেননা। সেখানে দাঁড়িয়ে তাঁর নিজের এই ছবিতে কাজ করা কি একটা নতুন ভালো গল্প, সিনেমা প্রেমীদের কাছে আসতে চলেছে বলেই ধরে নেওয়া যায়? তা সিনেমাটি রিলিজের পরই দেখা যাবে। কিন্তু অডিয়েন্সরা কাজলকে এই নতুন লুকে দেখে বেজায় খুশি হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।