বিনোদন

গাড়ি দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণ বাঁচলেন মধুমিতা

Madhumita narrowly escaped a car accident

Truth Of Bengal: অল্পের জন্য গাড়ি দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। একটি পণ্যবাহী গাড়ি এসে জোড় ধাক্কা মারে অভিনেত্রী মধুমিতার গাড়িতে। যদিও জোড় বাঁচান বেঁচে যায় অভিনেত্রী। জানা যাচ্ছে, নিমতলা ঘাটের ভূতনাথ মন্দিরে পুজো দিতে যাবার সময়েই এইরকম অঘটন ঘটে। অভিনেত্রী গাড়ির চালকের ঠিক পিছনের সিটে বসেছিলেন বলেই জানা যাচ্ছে। গাড়ির যেদিকে ধাক্কা লাগে সেইদিকেই অভিনেত্রী বসেছিলেন।

তবে অভিনেত্রী কোনও চোট পায়নি। পণ্যবাহী গাড়ির ধাক্কায় অভিনেত্রীর গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। তবে এই দুর্ঘটনার পরও অভিনেত্রী থেমে থাকেননি। ভূতনাথ মন্দিরে যান এবং পুজো দেন। সমাজমাধ্যমে নিজেই অভিনেত্রী সেই গাড়ি দুর্ঘটনার কথা জানান। অভিনেত্রীর কথায় উঠে আসে,“আমার সঙ্গে মহাদেব সব সময় আছে তাইঅল্পের উপর দিয়ে গেল।”সমাজমাধ্যমে ট্রোলিং নিয়ে অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী।

উল্লেখ্য, কিছু দিন আগেই অভিনেত্রী বলেন, ঠিক কোন কাজটা করা উচিত, তিনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না।মধুমিতার অভিযোগ, “এত কথা বলছি বলে অনেকের কাছ থেকে মন্তব্য ধেয়ে এসেছে যে আমি নাকি নাটক করছি। আবার যদি ধীরে কথা বলতে যায়, তবে অনেকে বলবে ন্যাকামি করছি।” অভিনেত্রী এও জানান, পুজো করার ধরন নিয়েও তাঁকে কটাক্ষের মুখে পড়তে হয়। মধুমিতার কথায় উঠে এসেছে, “পুজো করলেও বলা হবে নাটক করছি। আমাদের মহিলাদের সব সময় কটাক্ষের মুখে পড়তে হবে।”

Related Articles