বিনোদন

প্রকাশ্যে এলো স্প্যাইডারম্যান ও ভেনমের  লড়াই

Madam Web

The Truth of Bengal: ট্রেলারে দেখানো হয়েছে, একজন মহিলা তিনি ভবিষ্যৎ দেখতে পান, যা ঘটতে চলেছে তা আগে থেকেই টের পান তিনি। গোটা সিরিজে দেখানর হবে স্প্যাইডারম্যান ও ভেনমের  লড়াই। ম্যাডাম ওয়েব সিনেমাটি নির্মাণ করছেন নির্মাতা এস জে ক্লার্কসন। আগামী ১৬ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

তার আগে প্রকাশ্যে এলো ট্রেলার। ডাকোটা জনসন। হলিউডে রয়েছে তাঁর আলাদা নামডাক। পাপারাজ্জি, ক্যামেরার ফ্ল্যাশ বাল্বের ঝলকানি তাঁকে সব সময় ধাওয়া করে। ডাকোটা তাঁর অসাধারণ সৌন্দর্য ও দুরন্ত অভিনয়ে মাত করেছেন সিনেপ্রেমীদের।তিনি থাকছেন মুখ্য ভুমিকায়।

ম্যাডাম ওয়েবে প্রধান আরেকটি চরিত্রে অভিনয় করেছেন অ্যাডাম স্কট। এ ছাড়া বিভিন্ন চরিত্রে দেখা যাবে এমা রবার্টস, ইসাবেলা মার্চেডন জিল হেন্সি, জসিয়া ম্যামেট, তাহের রহিম, মাইক ইপস, মাইক ব্যাশ, অস্টিন জে রায়ান ও মিচেল ম্যালভেস্তির মতো তারকাকে।

Free Access

Related Articles