বিনোদন

মুক্তি পেল ‘লুকোচুরি’র ট্রেলার, জুটিতে প্রথমবার রাজদীপ ও অঙ্গনা

The trailer of 'Lukochuri' was released

The Truth of Bengal: শিলাদিত্য মৌলিকের নতুন ছবি ‘লুকোচুরি’। থ্রিলার ও রোমান্সে ভরপুর হতে চলেছে এই ছবিটি। এই ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন নবাগত অভিনেতা রাজদীপ দেব ও অভিনেত্রী অঙ্গনা রায়। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়কে। মজাদার এই ছবির গল্পে চোর মিকি ও শিবাঙ্গীর প্রেমের কাহিনি ধরা পড়েছে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। তাই চলুন, আজকের বিনোদনের সাতকাহনে দেখে নিই সেই ট্রেলারটি।

Related Articles