দীর্ঘ লড়াই শেষ,প্রয়াত ঋতুপর্ণা সেনগুপ্তের মা
Long fight over, mother of late Rituparna Sengupta

Truth of Bengal: দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন, টানা ১৫ দিন ছিলেন ভেন্টিলেশনে। অবশেষে সেই লড়াইয়ে ইতি পড়ল। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত। সূত্রের খবর, শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল ঋতুপর্ণার মায়ের। সেখানেই শনিবার প্রয়াত হন নন্দিতা সেনগুপ্ত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। জানা যায়, অনেকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন ঋতুপর্ণার মা।
ডায়ালিসিসের মধ্যে দিয়ে ও যেতে হয়েছিল নন্দিতা সেনগুপ্তকে। এছাড়াও একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। কিছুদিন আগেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কারণেই তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে ভেন্টিলেশনে রাখতে হয় ঋতুপর্ণার মাকে। তবে শেষ রক্ষা আর হল না। সমস্ত চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হলেন ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত। মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন ঋতুপর্ণা।
তার মায়ের প্রয়াণের খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছেন ঋতুপর্ণার বন্ধুবান্ধব পরিবার পরিজন। পাশে রয়েছেন ঋতুপর্ণার ভাই। ইতিমধ্যেই ঋতুপর্ণার স্বামী সঞ্জয় চক্রবর্তী ও মেয়ে ঋষণা চক্রবর্তীর কাছে খবর গিয়েছেন মায়ের প্রয়াণের তড়িঘড়ি তারাও ফিরছেন কলকাতায়। তবে ছেলে অঙ্কন পড়াশোনা করছেন বস্টনে।
ভিডিয়ো কলেই দিদাকে শেষ দেখা দেখলেন তিনি। কিছুদিন আগেই ঋতুপর্ণা নিজেই জানিয়েছিলেন তার মায়ের অসুস্থতার কথা। তারপর থেকেই মায়ের শারীরিক অবস্থা নিয়ে যথেষ্ট চিন্তায় ছিলেন তিনি। মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এই কামনায় করছিলেন। তাই কোনোভাবেই মায়ের চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না অভিনেত্রী। সব মিলিয়ে নন্দিতা সেনগুপ্তের প্রয়াণে শোকগ্রস্ত গোটা পরিবার।