Lok Sabha Election 2024 : শেষ দফায় তারকাদের ভোটদান
Lok Sabha Election 2024: Voting of stars in the last phase

The Truth Of Bengal : এক নজরে তারকাদের ভোটদান।
লাভলী মৈত্র
নিজের কেন্দ্রে এবারই প্রথম ভোট দিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলী মৈত্র। সোনারপুর দক্ষিণ বিধানসভার লাঙ্গলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বামনগাছি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বুথে ভোট দিলেন তিনি। ভোট দিয়ে তিনি বলেন শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। বাংলার মানুষ উন্নয়নের সাথে আছে বলে জানান তিনি।
রাজ-শুভশ্রী
আনন্দপুর স্কুলে ভোট দিলেন পরিচালক রাজ চক্রবর্তী এবং রাজ ঘরনি শুভশ্রী। এদিন ভোট দিয়েই রাজ বলেন, “ দেশের সবথেকে বড় গণতান্ত্রিক উৎসব। আর এই উৎসবে সবার সামিল হওয়া উচিত। আজ আমি স্ব-পরিবারে ভোট দিতে এসেছি”।
অঞ্জনা বসু
গণতন্ত্রের উৎসবে সামিল হলেন অভিনেত্রী অঞ্জনা বসু।
অপর্ণা সেন
শেষ দফায় নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন অপর্ণা সেন।
মিঠুন চক্রবর্তী
সকাল সকাল বেলগাছিয়া বুথে ভোট দিলেন মিঠুন চক্রবর্তী। প্রায় ৪০ মিনিট ধরে সাধারন মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন তিনি।