বিনোদন

নিকের চুল কাটছে ছোট্ট মালতী, বাবা-মেয়ের খুনসুটিতে মজে নেটদুনিয়া

Little Malati with nose hair cutting, father-daughter fun netdunia

Truth Of Bengal: স্টার কিডদের নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা থাকে বরাবরের । আর সেটা যদি বলিউড স্টার কিড হয় তাহলে তো কোনো কথায় নেই। বর্তমানে লাইমলাইটে রয়েছে  প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের  মেয়ে মালতি মেরি চোপড়া।  সম্প্রতি বাবা নিক তাঁর সোশ্যাল মিডিয়াতে পরিবারের বেশ কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। যেখানে  একটি ভিডিও নজর কেড়েছে সকলের । ভিডিওতে দেখা গিয়েছে মেয়ে মালতি বাবা নিকের চুল কাটতে দেখা গিয়েছে।

ছোট্ট মালতি ভিডিওতে বড্ড ছটপট করছে এবং বোঝাচ্ছেন বাবার চুল কাটতে  ব্যস্ত রয়েছেন  । পাশাপাশি বাবার চুল নিয়েও খেলা করতে দেখা গিয়ে ছোট্ট মালতিকে। তবে তাঁর হাতের কাঁচিটা  নকল। ছোট্ট মালতি কাঁচিটিকে উল্টো ধরে রেখেছেন। ছোট্ট মালতির এই  ভিডিও সবার মন জয় করে নিয়েছে। পাশাপাশি আর একটি ভিডিওতে সোফায় মুখ  লুকিয়ে ওহ মাই গড বলেতে দেখা গিয়েছে। উল্লেখ্য প্রিয়াঙ্কা চোপড়া দীর্ঘদিন ধরে ব্যস্ত রয়েছেন তার আসন্ন বলিউড ছবি ‘দ্য ব্লাফ’ এবং ‘হেডস অফ স্টেট’-এর শুটিং নিয়ে।

Related Articles