বিনোদন

প্রয়াত কিংবদন্তী অভিনেতা মনোজ মিত্র  

Legendary actor Manoj Mitra passes away

Truth Of Bengal: নক্ষত্রপতন! প্রয়াত হলেন অভিনেতা তথা নাট্যকার মনোজ মিত্র। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মনোজ মিত্র। সম্প্রতি মৃত্যুর ভুয়ো খবরও রটেছে একাধিকবার। তবে মঙ্গলবার সকালে সেই খবরই সত্যি হয়ে গেল। বহুদিন ধরেই বার্ধ্যকজনিত সমস্যায় ভুগছিলেন।

গত ২৩ সেপ্টেম্বর তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয়েছিল সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে।সেইসময়ে অবশ্য তিনি সুস্থ হয়েই বাড়ি ফিরেছিলেন। তবে শেষরক্ষা আর হল না। কলকাতার একটি বেসরকারি  হাসপাতালে মৃত্যু হয় অভিনেতার। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা চলচ্চিত্র জগত। উল্লেখ্য, মনোজ মিত্রের জন্ম ১৯৩৮ সালের ২২ ডিসেম্বর অবিভক্ত বাংলাদেশের  খুলনা জেলার সাতক্ষীরা মহকুমার ধুলিহর গ্রামে ।অভিনেতার বাবা অশোককুমার মিত্র এবং মা  ছিলেন রাধারাণী মিত্র।প্রয়াত অভিনেতার বাবা গ্রামের প্রথম বি.এ পাশ ছিলেন। স্বাধীনতার পর কলকাতায় চলে আসেন তাঁরা।

১৯৫৮ সালে স্কটিশ চার্চ কলেজের দর্শন বিভাগ থেকে স্নাতক হন মনোজ। এই কলেজে পড়ার সময়েই নাটকের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে পড়েন। একদিকে  অধ্যাপক এবং অন্য দিকে থিয়েটার দুদিকেই সমান আগ্রহ ছিল তাঁর। তাই অভিনেতা চেয়েছিলেন কলকাতার কাছের এমন কোনও কলেজে যোগ দিতে যেখানে চাকরি করতে করতে তাঁর থিয়েটার চালিয়ে যাওয়া সম্ভব।পরবর্তীকালে দুই দিকই সমান তালে সামলেছেন তিনি।

মনোজের তৈরি নাট্যদলের নাম ছিল ‘ঋতায়ন’।যেখানে তিনি নাট্যকার এবং নির্দেশক দুই-ই ছিলেন। ‘অবসন্ন  প্রজাপতি’, ‘নীলা’, ‘মৃত্যুর চোখে জল’, ‘সিংহদ্বার’, ‘ফেরা’-সহ আরও অনেক নাটক  করেছিলেন তিনি। এছাড়াও বাংলা ছবিতে অভিনয় করতেও তাঁকে দেখা গিয়েছিল। খলনায়ক হিসাবেও তাঁর জুড়ি  মেলা ভার ছিল। তাঁর অভিনীত বেশ কিছু উল্লেখযোগ্য ছবি হল ‘বাঞ্ছারামের বাগান’, ‘শত্রু’।