বড়পর্দায় এবার আসছে লেডি সিংঘাম কাজল, প্রকাশ্যে কৃতি-কাজলের দো পত্তির ট্রেলার
Lady Singham Kajal coming to big screen, trailer of Kriti-Kajal's Do Patti released

Truth Of Bengal : ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ ও ‘ক্রু’-এর মতো পরপর হিট ছবি দেওয়ার পর আসছে কৃতী স্যাননের পরবর্তী ছবি। শীঘ্রই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে কাজল ও কৃতী অভিনীত ক্রাইম থ্রিলার ‘দো পাত্তি’। আগামী ২৫ অক্টোবর মুক্তি পেতে চলেছে ছবিটি। টিজারের পর এবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার।
ট্রেলারটি মুক্তি পেতই ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ছবিতে প্রথমবার দুর্ধর্ষ লেডি কপের চরিত্র্রে দেখা যাবে কাজলকে। ট্রেলারে নজর কেড়েছে সেই রাফ অ্যান্ড টাফ পুলিশ অফিসার কাজল।
ছবির প্রেক্ষাপট উত্তরাখণ্ডের এক কাল্পনিক শহর দেবীপুরকে কেন্দ্র করে। প্রেম, ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ এবং নাটকীয় উত্থান-পতনে মোড়া এই ছবির গল্পে পরতে পরতে থাকছে রহস্যের জট। আর সেই রহস্যের জট কাটাতে আইনের শাসন কায়েম করবেন এক অসম সাহসী পুলিশ অফিসার। মিলবে ন্যায়বিচারও। আপাতদৃষ্টিতে ঝকমকে একটি শহরের নীচে জমে থাকা ঠিক বিপরীতেই গাঢ় অন্ধকারের ছবি তুলে ধরবে ‘দো পাত্তি’।