
The Truth of Bengal: দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বলিউড সুন্দরী কৃতী স্যানন। বিয়েও করবেন বলে জোর চর্চা শুরু হয়েছিল। এমনকী, সেই প্রেম গুঞ্জনের কারণেই ‘আদিপুরুষ’ ছবিতে জুটি বেঁধে ছিলেন কৃতী ও প্রভাস। তবে নতুন খবর হল, প্রভাসের সঙ্গে নাকি প্রেম ভেঙেছে কৃতীর।
প্রকাশ্যেই কৃতী জানিয়েছেন তিনি একেবারেই সিঙ্গল! কোনও প্রেমিক নেই তাঁর জীবনে। তবে আদিপুরুষ ছবির সেটে ঘন্টার পর ঘন্টা দুজনে একান্তে মেকআপ ভ্যানে সময় কাটাতেন। সেই কারনেই তাদের প্রেমের জল্পনা আরও গাঢ় হয়। এদিকে বলিউডে পা দেওয়া পর পরই জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের সঙ্গে নাম জুড়েছিল কৃতী স্যাননের।
একসময় সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও প্রেমের বন্ধনে যুক্ত ছিলেন কৃতী। তবে কৃতীর মতে আপাতত তিনি সিঙ্গল। তাঁর কাছে কেরিয়ারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই প্রেমের কোনও সুযোগই নেই। অর্থাৎ নায়িকার কথাতেই স্পষ্ট আদিপুরুষ ছবিটি বক্সঅফিসে ডাহা ফেল করার পর কেরিয়ারেই এখন ফোকাস করতে চান তিনি।
Free Access