বিনোদন

দ্বিতীয়বার মা হলেন কোয়েল মল্লিক, ঘরে এল নতুন অতিথি

Koel Mallick becomes a mother for the second time, a new guest arrives at the house

Truth Of Bengal: টলিউডে খুশির খবর। দ্বিতীয়বার মা হলেন কোয়েল মল্লিক। শনিবার সকালেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। নতুন বছরের আগেই কোয়েল ও নিশপালের ঘর আলো করে এল লক্ষী। দুই পরিবারে এখন শুধুই খুশির হাওয়া। জানা গিয়েছে, সুস্থ আছে সদ্যোজাত কন্যা। ভাল আছেন কোয়েল।

কোয়েল নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন এই সুখবর। আর তারপর থেকেই শুরু হয়েছে শুভেচ্ছার বন্যা। শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, প্রযোজক মহেন্দ্র সোনি, গায়িকা আকৃতি কক্কর, অভিনেত্রী ইশা সাহা, ঐন্দ্রিলা সেন, ঋদ্ধিমা সেন সহ একাধিক তারকারা শুভেচ্ছা জানাচ্ছেন।

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

চলতি বছরের সেপ্টেম্বরেই নিজের দ্বিতীয়বার মা হওয়ার জানিয়েছিলেন কোয়েল। স্বামী নিসপাল রানে ও ছেলে কবীরের সঙ্গে হাসিমুখের ছবি দিয়ে লেখেন, ‘‘পরিবার বড় হতে চলেছে। শীঘ্রই কবীর বড় দাদার দায়িত্ব পেতে চলেছে।’’

উল্লেখ্য, ২০২০ তে কোয়েলের কোল আলো করে জন্ম নিয়েছিল তার পুত্র সন্তান কবীরের। আর ছেলের জন্মের চার বছরের মাথায় কোয়েলের কোল আলো করে এল কন্যা সন্তান। প্রসঙ্গত, প্রায় সাত বছর সম্পর্কের পর ২০১৩ সালে বিয়ে করেন কোয়েল ও নিশপাল।

ঘনিষ্ঠ এবং পরিবারের লোকজনদের নিয়ে বিয়ের পর্ব সেরেছিলেন তাঁরা। এক ছেলের পর এবার মেয়ে হওয়ায় বেজায় খুশি নিশপাল ও কোয়েল। সব মিলিয়ে বলাই যায় এখন ছেলে আর মেয়ে ঘিরেই কোয়েল নিসপালের দুনিয়া।

Related Articles