বিনোদন
Trending

ক্রিকেট ছেড়ে বিনোদনে নির্দেশনা করতে ইচ্ছুক ‘কেকেআর-’এর বরুণ চক্রবর্তীর

KKR's Varun Chakraborty wants to leave cricket and direct in entertainment

The Truth Of Bengal: বাংলার ছেলে বরুণ চক্রবর্তী। কেকেআরের হয়ে এবার খেলেছেন তিনি। এমনকি তাঁর খেলা সকলের নজরও কেড়েছে। এমনকি এবার কেকেআরের জয়ের নেপথ্যে তাঁরও অবদান কিছু কম নয়। তবে এবার জানা গেল তিনি ক্রিকেট ছাড়তে চাইছেন তাঁর আগ্রহ রয়েছে বিনোদন জগৎ। একটি ইন্টারভিউতে তিনি পরিচালক হতে চান সেই বিষয়ে জানান।

সেই ইন্টারভিউতে বরুণ চক্রবর্তী জানিয়েছেন যে তিনি তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচালক হতে চান। যদিও এর আগে তিনি তরুণ ক্রিকেটার সহকারী পরিচালক হিসেবে কিন্তু কাজ করেছেন জিভা নামক ছবিতে। সেই ছবিটি ২০১৪ সালে মুক্তি পায়। এই ছবিতে তাঁকে একটি ছোট্ট চরিত্রে দেখাও গিয়েছিল। সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তাঁর মূল স্বপ্ন পরিচালক হওয়া।

তিনি ছবি পরিচালনা করতে চান। শুধুই কি তাই? বরুণ আরও জানিয়েছেন যে ইতিমধ্যেই তাঁর ৩ টে স্ক্রিপ্ট সম্পূর্ণ তৈরি আছে। এমনকি বরুণ চক্রবর্তী জানিয়েছেন তিনি বিজয় থালাপতির দারুণ ভক্ত। তিনি ২০২০ সালে অভিনেতার সঙ্গে দেখাও করেছিলেন। প্রসঙ্গত বরুণ চক্রবর্তী জানিয়েছেন তিনি বিজয় থালাপতির দারুণ ভক্ত। তিনি ২০২০ সালে অভিনেতার সঙ্গে দেখাও করেছিলেন।

 

 

Related Articles