KIFF 2023: কোন পুরস্কারে ভূষিত হলেন কারা?

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF 2023)-এর সমাপ্তি অনুষ্ঠানে সেরা ছবির পুরস্কার জিতেছে ইজরায়েলের ‘চিলড্রেন অফ নোবডি’। ছবির পরিচালক এরেজ তাদমর। সেরা পরিচালক হয়েছেন ভেনেজুয়েলার কার্লোস ড্যানিয়েল মালাভে। আর এই বিভাগে স্পেশাল জ্যুরি অ্যাওয়ার্ড পেয়েছে অঞ্জন দত্তর ‘চালচিত্র এখন’।
বাংলাদেশের ছবিতে সেরা পুরস্কার পেয়েছে রজনি বসুমাত্রের ‘গরাই ফাখ্রি’। সেরা পরিচালক হয়েছেন সনেট অ্যান্টনি ব্যারেটো। আর এই বিভাগে স্পেশাল জ্যুরি অ্যাওয়ার্ড পেয়েছে ‘জোসেফ’স সান’।
এশিয়ান সিলেক্টে সেরা ছবি নির্বাচিত হয়েছে মায়ানমারের ‘ব্রোকেন ড্রিমস: স্টোরিজ ফ্রম দ্য মায়ানমার ক্যু’। আর সেরা ভারতীয় তথ্যচিত্র ‘চেলেঞ্জ’। সেরা শর্টফিল্ম কামিল সইফের ‘লাস্ট রিহার্সাল’।
‘চালচিত্র এখন’ ছবিটি মৃণাল সেনের স্মরণে নির্মিত। ছবিতে মৃণাল সেনকে নিয়ে বেশ কিছু স্মৃতিচারণা রয়েছে। অঞ্জন দত্ত ছবিটি নির্মাণের জন্য মৃণাল সেনকে ধন্যবাদ জানান।
KIFF 2023-এ মোট 81টি দেশ থেকে 372টি ছবি প্রদর্শিত হয়। ছয়টি বিভাগে মোট 28টি পুরস্কার দেওয়া হয়।