বিনোদন

বলিউডের নতুন ‘জংলি বিল্লি’, ছবির জন্য দর বাড়ালেন কিয়ারা

kiara remunaration in don-3

The Truth of Bengal: একবছর আগে ফারহান আখতারের ডন থ্রি’ ছবিতে ডন শাহরুখকে রিপ্লেস করেছিলেন রণবীর সিং। এমনকি রণবীরকে নিয়ে ছবির টিজারও সোশ্যাল দুনিয়ায় প্রকাশ করা হয়েছিল। এবং ডন থ্রি’ ছবিতে রণবীরের ‘জংলি বিল্লি’ হচ্ছেন কিয়ারা আডবাণী। কিছুদিন আগে এই খবর জানিয়েছেন স্বয়ং ফারহান আখতারই। এবার সামনে এল নায়িকার পারিশ্রমিকের বিষয়। শোনা যাচ্ছে এই চরিত্রের জন্য ১৩ কোটি টাকা দর হাঁকিয়েছেন সিদ্ধার্থ ঘরনী। ছবির প্রি প্রোডাকশনের কাজও চূড়ান্ত পর্যায়ে। আগামি আগস্ট মাস থেকে শুরু হতে চলেছে ডন-থ্রি-এর শ্যুটিং বলে খবর

২০২৩ সালের আগস্ট মাসে পয়লা ঝলকে ‘ডন’ অবতারে ধরা দিয়েছিলেন রণবীর সিং। কিন্তু দর্শকদের নজর কাড়তে ‘অপারগ’ হয়েছেন তিনি! ধেয়ে এসেছিল একের পর এক কটাক্ষবাণ। কেতাদুরস্ত এই ‘ডন’-এর চরিত্রে যেখানে অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খানদের মতো বিগ সুপারস্টারদের দেখে অভ্যস্থ দর্শকরা, সেখানে রণবীর সিংকে দেখে তুমুল শোরগোল শুরু হয়েছিল নেটপাড়ায়। এবার প্রিয়াঙ্কার বদলে কিয়ারকে কাস্টিং করায় সেটাকে কতটা মেনে নেবে নেটিজেনরা সেটাই বড় প্রশ্ন ?

Related Articles