“কাশ্মীর ভারতের আর কাশ্মীরিরা আমাদের।”, পহেলগাঁও কাণ্ড নিয়ে সরব বিজয় দেবেরাকোন্দা
"Kashmir belongs to India and Kashmiris are ours," says Vijay Deverakonda on Pahalgaon incident

Truth Of Bengal: জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-এ জঙ্গিহানার ঘটনায় স্তব্ধ গোটা দেশ। জঙ্গিদের ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে মৃত্যু হয়েছে ২৮ জন পর্যটকের। এই ভয়াবহ গণহত্যার পর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। বদলা চাইছে গোটা দেশবাসী। জঙ্গিহামলার কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো থমথমে গোটা কাশ্মীর।
বলা যায় পর্যটক শূন্য হয়ে পড়েছেন ভূস্বর্গ। ঢুকছে কাশ্মীরের পর্যটন ব্যবসা। ভূস্বর্গের বাতাসে এখন শুধুই আতঙ্ক আর হাহাকার। আর এই পরিস্থিতির মধ্যেই দেশবাসীকে একজোট হওয়ার বার্তা দিলেন বিজয় দেবেরাকোন্দা। সম্প্রতি হায়দরাবাদে নিজের ছবির প্রচারে গিয়েছিলেন বিজয়। সেখানেই পহেলগাঁও কাণ্ড নিয়ে সুর চড়িয়েছেন দক্ষিণী অভিনেতা। তাঁর মন্তব্য, “পাকিস্তান তো নিজের দেশের লোকজনদেরই দেখভাল করতে পারে না। ওদের নিজেদের কাছেই পর্যাপ্ত বিদ্যুৎ এবং জল নেই।
ওরা আবার কাশ্মীর নিয়ে কী করবে? ভারতের প্রয়োজনও নেই পাকিস্তানের উপর কোনও আক্রমণ হানার। কারণ ওদের নিজের দেশের লোকরাই ওদের সরকার নিয়ে বিরক্ত। আর ওখানে যদি এরকম পরিস্থিতি চলতে থাকে, তাহলে পাক নাগরিকরা নিজেরাই ওদের সরকারের ওপর আক্রমণ করবে।” এখানেই শেষ নয়, বিজয় আরও বলেন “৫০০ বছর আগেকার আদিম প্রজাতির মতো আচরণ করে ওরা।
এই কঠিন সময়ে আমাদের দেশের সকলকে একজোট হতে হবে। একে অপরকে ভালোবাসা উচিত। আমাদের সবসময় মানুষ হিসেবে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়া উচিত। আসলে শিক্ষা ভীষণই গুরুত্বপূর্ণ। কাশ্মীরে যা ঘটছে তার সমাধান হল ওই সন্ত্রাসবাদীদের প্রকৃত অর্থে শিক্ষিত করে তোলা এবং নিশ্চিত করা যে, ওদের ব্রেনওয়াশ করা হচ্ছে না। আর কাশ্মীর বরাবর ভারতের, এবং কাশ্মীরিরা আমাদের। এই তো দু’ বছর আগে আমি কাশ্মীরে ‘কুশি’র জন্য শুটিং করেছি। আমার তো খুব ভালো স্মৃতি রয়েছে ওখানকার।” এদিন কাশ্মীরীদের পাশে থাকার পাশাপাশি পাকিস্তানকে কটাক্ষ করেন দক্ষিণী সুপারস্টার।