বিনোদন

এবার বলিউডে জুটি বাঁধতে চলেছেন কার্তিক – শ্রীলীলা

Kartik and Srileela are going to pair up in Bollywood this time

Truth Of Bengal: বলিউডে এবার নতুন জুটি। প্রথমবার জুটি বাঁধতে চলেছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ও দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। বলিপাড়ায় কান পাতলেই ভেসে বেড়াচ্ছে এই গুঞ্জন। গুঞ্জন সত্যি হলে কার্তিক আরিয়ানের বিপরীতেই বলিউডে ডেবিউ করতে চলেছেন শ্রীলীলা।

সূত্রের খবর, বলিউডের নামজাদা প্রযোজনা সংস্থা ধর্মা-র হাত ধরেই নাকি বলিউডে পা রাখবেন শ্রীলীলা। যদিও আরও বেশ কয়েকটি প্রযোজনা সংস্থার নাম উঠে আসছে। তবে এখনোও সবটাই গুঞ্জন। প্রযোজনা সংস্থা ধর্মার তরফে আনুষ্ঠানিক ভাবে এখনো কিছুই জানানো হয়নি।

উল্লেখ্য, প্রযোজনা সংস্থা ধর্মার সঙ্গে ইতিমধ্যেই একটি ছবিতে কাজ করছেন কার্তিক আরিয়ান। ছবির নাম, ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’। পরিচালক সমীর বিদওয়ানস।

অন্যদিকে, শ্রীলীলা দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী। তার ড্যান্স মুভে মুগ্ধ অনুরাগীরা। কিছুদিন আগেই ‘পুষ্পা ২’ ছবির আইটেম গান ‘কিসিক’-এ সকলের নজর কেড়েছেন শ্রীলীলা। বলা যায় ‘পুষ্পা’ ছবিতে সামান্থার ‘উ আন্তাভা’-তে মেতে ছিল দর্শক। স্বাভাবিকভাবেই সামান্থার জায়গা শ্রীলীলা কতটা নিতে পারবেন সেই প্রশ্নও উঠছিল। কিন্তু আইটেম সং মুক্তি পাওয়ার পর গান সিনেপ্রেমীদের মনে দাগ না কাটলেও গানে শ্রীলীলার উপস্থিতি মন কেড়েছে সকলের। এখন দেখার কবে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধে ‘কিসিক’ গার্ল বলিউডে ডেবিউ করেন।

Related Articles