
The Truth of Bengal: বলিউডে এমন বহু অভিনেতা আছেন যারা চকলেট বয়ের আখ্যা পেয়েছেন। তাঁদের মধ্যে কার্তিক আরিয়ান একজন। যেমন তার অভিনয় দক্ষতা তেমনি তার ব্যক্তিগত জীবন। সবটা নিয়ে বরাবর চর্চায় থাকেন কার্তিক। তবে কথা বলতেই হবে যে বছর তেত্রিশের এই অভিনেতা বলিউডে সেলফ মেড। ২২ শে নভেম্বর তাঁর জন্মদিন। এ বছরে জন্মদিনের শুরুটা কার্তিক করেছেন একটু অন্যভাবে। বাড়িতে পুজো পাঠ করে পরিবারের সাথেই উদযাপন করলেন অভিনেতা।
শুধু তাই নয় মাঝরাতে কার্তিকের বাড়িতে কেক বেলুন ফেস্টুন থেকে ফুল পৌঁছতেও দেখা গিয়েছে। মধুর হাতে তার জন্মদিন সেলিব্রেশানের ছবি অভিনেতা শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। সেখানে দেখা যাচ্ছে কেক কোলে নিয়ে দু হাত জোড়ে প্রার্থনা করছেন অভিনেতা। পাশেই রয়েছে তার সারমেয়। নিজের জন্মদিনের ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘সকলের ভালোবাসার জন্য কৃতজ্ঞ।
গত বছরে একই ভাবে নিজের জন্মদিন পালন করেছিলেন কার্তিক। প্রসঙ্গত ২০১১ সালে পেয়ার কা পাঞ্চনামা সিনেমার হাত ধরে বলিউডে পথ চলা শুরু হয় অভিনেতার। চলতি বছরে তার সব থেকে বেশি কালেকশন করা সিনেমা হল ভুলভুলাইয়া ২। এরপরই আবার কাবির খান পরিচালিত আসন্ন সিনেমা চান্দু চ্যাম্পিয়ন এ দেখা যাবে অভিনেতাকে। স্পোর্টস ড্রামা মূলক এই বায়োপিকে এই প্রথম অভিনয় করছেন কার্তিক।