বিনোদন

ছবির শ্যুটিংয়ে শহরে কার্তিক, কোন ছবির শ্যুটিং শুরু হতে চলেছে ?

Karthik is in town for shooting, which film is going to start shooting?

The Truth Of Bengal :  সোমবার শহরে এসে পৌঁছলেন বলিউড হার্টথ্রব কার্তিক আরিয়ান। চলতি সপ্তাহে কলকাতার অলিতে-গলিতে ‘ভুলভুলাইয়া থ্রি’র শ্যুটিং করবে কার্তিক। এর আগে নাকি শহরে এসে ছবির রেইকি করে ফেলেছেন ছবির পরিচালক আনিস বাজমি। পুরনো কলকাতাকে মাথায় রেখেই নাকি ছবির শ্যুটিং সারবেন পরিচালক। মঙ্গলবার সকাল থেকেই এই শহরে শুরু হবে ‘ভুলভুলাইয়া থ্রি’-এর শ্যুটিং পর্ব। সোমবার শহরে এসেই কার্তিকের মনে ধরেছে লেকটাউনের বড়ঘড়ি।সেই ছবি নিজের সোশ্যাল পেজে শেয়ার করেছেন অভিনেতা। মোট কথা ইদের আগে শ্যুটিংয়ের জন্য একদিকে কাজল ও অন্যদিকে কার্তিকের আগমন যে শহর কলকাতার ফিল্মি উন্মাদনা যে বহুগুন বাড়িয়ে দিল তা বলাইবাহুল্য।

 

Related Articles