বিনোদন

‘পু’কে ‘কার্বি ডল’ বলে সম্বোধন! কেন করিনার এমন নাম দিলেন করণ জোহার?

কারিনার সিঙাড়া খাওয়ার এই মজাদার মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু তথা পরিচালক করণ জোহর।

Truth Of Bengal: গ্ল্যামার জগত থেকে ডায়েট, সবকিছুর ঊর্ধ্বে যে রসনা তৃপ্তি, তা আরও একবার প্রমাণ করলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। দুই ছেলের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে গিয়ে প্লেট ভর্তি সিঙাড়া খেতে দেখা গেল পর্দার ‘পু’কে। কারিনার সিঙাড়া খাওয়ার এই মজাদার মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু তথা পরিচালক করণ জোহর।

করণের শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, স্কুলের অনুষ্ঠানের মাঝেই বেশ আয়েশ করে সিঙাড়া খাচ্ছেন কারিনা। ভিডিয়োতে করণকে মজা করে বলতে শোনা যায়, “সবাই ভাবেন কারিনা বোধহয় সারাক্ষণ কড়া ডায়েটে থাকেন, কিন্তু দেখুন স্কুলে এসে উনি বড় একটা সিঙ্গাড়া খাচ্ছেন!” অভিনেত্রীকে আদর করে ‘কার্বি ডল’ (কার্বোহাইড্রেটের রেফারেন্সে) বলেও সম্বোধন করেন করণ। করণের কথায় অবাক হওয়ার ভান করলেও কারিনা স্পষ্ট জানিয়ে দেন, আপাতত তিনি কোনও ডায়েট মেনে চলছেন না।

 

View this post on Instagram

 

A post shared by Truth Of Bengal (@truth_of_bengal)

বলিউডের দুই প্রভাবশালী পরিবারের সন্তান কারিনা ও করণের বন্ধুত্ব দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের। করণের বাবা যশ জোহর ছিলেন স্বর্ণযুগের বিখ্যাত প্রযোজক, অন্যদিকে কারিনা কাপুর খান পরিবারের চতুর্থ প্রজন্মের প্রতিনিধি। তাঁদের সন্তানদের স্কুলও এক। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ছবি ‘কাভি খুশি কাভি গাম’-এর সময় থেকেই তাঁদের পেশাদার ও ব্যক্তিগত সম্পর্ক আরও মজবুত হয়।

কারিনা অভিনীত ‘পু’ চরিত্রটি আজও দর্শকদের মনে অমলিন। ২৪ বছর আগে করণের পরিচালনাতেই কারিনা সেই আইকনিক চরিত্রটি ফুটিয়ে তুলেছিলেন। মজার বিষয় হলো, ছবিতে তাঁর চরিত্রটি সবসময় নিজের সৌন্দর্য এবং ফিগার নিয়ে সচেতন থাকলেও, বাস্তবে কারিনার এই সিঙাড়া প্রীতি নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে। শাহরুখ খান, কাজল ও অমিতাভ বচ্চন অভিনীত সেই সিনেমাটি আজও বলিউডের অন্যতম ‘কাল্ট ক্লাসিক’ হিসেবে পরিচিত। পরিবার আর কাজের চাপের মাঝেও কারিনার এমন সহজ-সরল ভোজনরসিক রূপ দেখে তাঁর অনুরাগীরাও বেশ উৎসাহিত।

Related Articles