বিনোদন

ওজন ঝরিয়ে শীর্ণকায় করণ, কারণ কি? জানালেন নিজেই

Karan lost weight and became slim, what is the reason? He told himself

Truth Of Bengal: বলিউডের একজন সফল প্রযোজক পরিচালক করণ জোহর। নিজের ছবির কারণে প্রায়ই চর্চায় থাকেন করণ। তবে এবার চর্চায় তাঁর শীর্ণকায় চেহারার জন্যে। সম্প্রতি করণকে দেখা গিয়েছে ওজন ঝরিয়ে একেবারে ছিপছিপে চেহারায়। আর তারপর থেকেই নেটিজেনদের একাংশের প্রশ্ন হঠাৎ কি করে এত ওজন কমালেন করণ। অনেকেই বলছিলেন অসুস্থ তিনি, কেউ বা জল্পনা ছড়ান ওজেম্পিক নামক ওজন কমানোর ওষুধের নিয়েছেন করণ! অবশেষে এই বিষয়ে নিজেই মুখ খুললেন পরিচালক-প্রযোজক।

সম্প্রতি করণ তাঁর সোশ্যাল মিডিয়ায় সমস্ত সমালোচনার জবাব দিয়েছেন। নিজের সোশাল মিডিয়া পেজে লাইভে এসে করণ জানিয়েছেন, “আমি পুরো সুস্থ। এত ভালো আমি আগে কখনও বোধ করিনি।” এরপর নিজের ওজন কমানোর বিষয়টি নিজেই খোলসা করেছেন বলিপাড়ার এই তারকা প্রযোজক-পরিচালক।

তিনি জানিয়েছেন, “বিষয়টা শুরু হয়েছি, যখন আমার রক্তের রিপোর্টে কিছু গলদ ধরা পড়েছিল। তখনই ঠিক করেছিলাম, নিজেকে বদলাতে হবে।” তারপর থেকেই নাকি কঠোর নিয়মানুবর্তিতা পালন শুরু করেন তিনি। ওষুধ খাওয়ার জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন তিনি। তাঁর দাবি, তিনি নাকি দিনে একবার মাত্র খান। সঙ্গে সমানতালে চলেছে সাঁতার, সাইকেল চালানো, শরীরচর্চা। তারই জেরে নাকি ওজন কমেছে হু হু করে। অর্থাৎ করণের রোগা হওয়ার পিছনে শরীর চর্চাই মূল মন্ত্র।

Related Articles