বক্স অফিসে ‘ক্র’-এর কামাল, সপ্তাহান্তে কত আয় করল ছবিটি ?
Kamal of 'Crew' at the box office, the first weekend income is around 30 crores

The Truth Of Bengal : রাজেশ কৃষ্ণন পরিচালিত ক্রু-এর টিম বক্স অফিসে কামাল দেখাল। টাব্বু, করিনা ও কৃতির ক্রু-তে অনবদ্য সাড়া দিল জনতা জনার্দন। মুক্তির পর থেকেই এখনও পর্যন্ত বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে এই ছবিটি। প্রথম তিন দিন অর্থাত্ উইকেন্ডে কতটা সাড়া ফেলল ছবিটি তাই এবার দেখে নিই।
বলিউডের নতুন ক্রু ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করলেন টাব্বু,করিনা এবং কৃতি। ছবিতে তিনজনকেই বিমানসেবিকার চরিত্রে দেখা গেছে। তিন প্রজন্মের সুন্দরীদের নিয়ে বক্স অফিসে বাজিমাত করলেন প্রযোজক একতা কাপুর ও রিয়া কাপুর। এঁদের যোগ্য সঙ্গত বাংলার শাশ্বত, দিলজিৎদের।
View this post on Instagram
আদ্যোপান্ত কমেডির মোড়কেই তৈরি গল্পের বুনোট। এই ছবির কেন্দ্রে রয়েছে ‘কোহিনূর’ এয়ারলাইনস ও সোনা পাচার। গল্পে রয়েছ বিজয় মালিয়ার ছোঁয়াও। ছবিতে বিজয় ওয়ালিয়ার চরিত্রে দেখা গিয়েছে বাংলার শাশ্বত চট্টোপাধ্যায়কে। রাজেশ কৃষ্ণন পরিচালিত এই ছবির গল্পে মাঝ আকাশে কোহিনূর বিমান সংস্থার কর্মী রাজবংশীর আচমকা মৃত্যু হয়। সেই ঘটনাই পালটে দেবে গীতা, জাসমিন ও দিব্যার জীবন। শরীরে সোনা লুকিয়ে পাচার করছিল প্রয়াত রাজবংশী, তাঁর মৃত্যু হলে কী করে সেই চক্রে জড়িয়ে যাবে তিনজনে? সেখান থেকে রেহাই বা মিলবে কীভাবে? তা নিয়েই এই ছবি।‘হাইস্ট কমেডি’তে করিনা কাপুর, টাব্বু এবং কৃতি শ্যাননের অভিনয়ে বুঁদ সকলেই। আর এই কমেডি ও সাসপেন্সের টুইস্টে মজেছে দর্শকরা। যার প্রতিচ্ছবি ধরা পড়ল ছবির বক্স অফিস রিপোর্টে।
এবার এক নজরে দেখে নেব ছবির দিন ভিত্তিক আয় –
প্রথম তিনদিনে ‘ক্র’র বক্স অফিস রিপোর্ট
শুক্রবার ——- ৯.২৫ কোটি টাকা
শনিবার ——- ৯.৭৫ কোটি টাকা
রবিবার ——-১০.২৫ কোটি টাকা
ফলে প্রথম সপ্তাহের শেষে মোট ২৯.২৫ কোটি ঘরে তুলেছেন প্রযোজক কাপুর সিটার্স। গোটা বিশ্বে ইতিমধ্যেই ৫০ কোটি আয় করে ফেলেছে ছবিটি। হিরো কেন্দ্রিক ছবি থেকে লার্জার দ্যান লাইফ স্টোরি বারবার বলিউডের বক্স অফিসে সাফল্য পেয়ে থাকে। সেক্ষেত্রে টাব্বু-করিনা-কৃতির মত বলিউডের এই তিন প্রজন্মের নায়িকারা কমেডিতে প্রযোজকের মুখে হাসি ফোটাল ক্রু-এর মাধ্যমে। তা নিঃসন্দেহে বলিউডি ছবির ক্ষেত্রে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করল তা বলা যেতেই পারে।