
The Truth of Bengal: বুধবার ৬৯তম জাতীয় চলচিত্র পুরস্কার উৎসব ঘোষণা করা হয়। আর পুরস্কারের মঞ্চে সেরা মুকুট ছিনিয়ে নিলো বাংলা ছবি। এবার জাতিও চলচিত্র উৎসবে সেরা বাংলা ছবির পুরস্কার জিতল কালকক্ষ। জাতিও মঞ্চে বাংলার গৌরব বাড়িয়ে কালকক্ষের পরিচালক জুটী রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি। বাংলার সেরা ছবি হিসাবে চমক দিয়েছে নব পরিচালকের নতুন ছবি। টলিউডেড় বড়ো বড়ো কলাকুশলীদের পেছনে ফেলেছেন তারা। উচ্ছ্বাসের সুর রাজদীপের গলায়।
একাধিক ফিল্মফেস্টিভ্যালে নজর কাড়া এই ছবি মুক্তির পর বক্স অফিসে সে-ভাবে সাড়া ফেলেনি। এক কথায় বড় ব্যানারের ছবির ভিড়ে হারিয়ে গেছে। অথচ ‘কালকক্ষ’ই বিরাট সম্মান এনে দিল বাংলাকে। অতিমারীর ক্লান্ত সময় এবং একঘরে-বিচ্ছিন্ন মানুষের জীবন নিয়ে তৈরি ‘কালকক্ষ’ সিনেমাটির প্রযোজনা সংস্থা হল ‘অরোরা ফিল্ম কর্পোরেশন’। পরিচালকের কথায় , ‘এই ছবিটাকেই এক সময় নন্দন ২ থেকে সরিয়ে দেওয়া হয় । বড় প্রযোজনার ছবি নিয়ে ব্যস্ত তখন সিনেপাড়া। বাংলার দর্শক হয়তো ছবির নামটাই ভুলে গিয়েছিল। তবে অপেক্ষার অবসান।
বাংলার বড় ব্রান্ডের ছবি কে পেছনে ফেলে এগিয়ে গেলো কালকক্ষ। এখনও ওটিটি-তে মুক্তি পায়নি এই ছবি। পুরস্কার জয়ের পর নিশ্চয় প্রযোজক। ওটিটি-তে মুক্তির কথা ভাববেন,আশাবাদী পরিচালক। পরিচালক রাজদীপের এর আগে ডেবিউ ডকুমেন্ট্রির জন্য জাতীয় পুরস্কার এসেছিল তার হাতে। এটা নিয়ে দ্বিতীয় জাতীয় পুরস্কার ডেবিউ ফিচারের জন্য। দেশে-বিদেশে সর্বত্রই কালকক্ষ সমাদৃত হয়েছে কিন্তু সেরা বাংলা ভাষার ছবি হিসাবে জাতীয় পুরস্কার, এর সঙ্গে অন্য কিছুর তুলনা হবে না।