বিশ্বজুড়ে কল্কি ঝড়! শেষ চারদিনে কত ব্যবসা করল প্রভাস-দীপিকা জুটির ছবি?
Kalki storm around the world! How much business did Prabhas-Deepika couple's film do in the last four days?

The Truth Of Bengal : মুক্তির আগেই ৬০০ কোটি বাজেটের কল্কি ২৮৯৮ এডি বক্স অফিসে আয় করেছিল ৩৯৪ কোটি টাকা। তারপরে ছিল আবার ছবির প্রী বুকিং। প্রথম দিনে ৯৫ কোটি টাকা আয় করার পর দ্বিতীয় দিনে ছবিটির আয় কিছুটা কমলেও মোট চারদিনে বিশ্বজুড়ে ৫০০ কোটির গণ্ডি টপকেছে ছবির আয়ের পরিমাণ! যা দেখে রীতিমত অবাক সিনেপ্রেমিরা। ভারতীয় বক্স অফিসেও একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছে প্রভাস এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি। তবে প্রথম উইকেন্ডে কত আয় করল কল্কি ২৮৯৮ এডি?
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির আয়
প্রথম দিনে বক্স অফিসে ঝড় তুলেছিন ‘কল্কি ২৮৯৮ এডি’। এই ছবি মুক্তির আগেই সিনে বিশেষজ্ঞরা বলে দিয়েছিলেন যে, ৬০০ কোটির বাজেটের এই ছবি ৪০০ কোটি পার করবে। তবে এবার প্রথম দিনে প্রভাস দীপিকার কল্কি ছক্কা হাঁকালেও দ্বিতীয় দিনে ছবির মোট কালেকশন কমে গিয়েছে প্রায় ৪৩ শতাংশ। বিশ্ব ব্যাপী এই ছবি মুক্তি পেয়েছিল পাঁচটি ভাষায়। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালামে। তার মধ্যে হিন্দি ভাষায় প্রথম দিনে এই ছবির উপার্জন ছিল ৯৫ কোটি। কিন্তু দ্বিতীয় দিনে তা একেবারে কমে দাঁড়ায় মাত্র ৫৪ কোটি। তবে এর মধ্যে ২৫ কোটি ৬৫ লাখ টাকার ব্যবসা দিয়ে করেছে এই ছবির তেলুগু ভার্সনটি। হিন্দিতে এই ছবিটি ২২ কোটি ৫০ লাখের ব্যবসা করেছে এদিন। শনিবার বক্স অফিসে ছবিটি ৬৪ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে। এর মধ্যে ৩০ কোটি ৬৫ লাখ টাকা এসেছে তেলুগু ভার্সন থেকে আর হিন্দির আয় ২৬ কোটি। অন্যদিকে রবিবার সেই আয়ের পরিমাণ বেড়ে হয়েছে ৮৫ কোটি টাকা। এদিন তেলুগু ভার্সনে এই ছবিটি ৩৬ কোটি ৮০ লাখ টাকা আয় করেছে, আর হিন্দিতে ৩৯ কোটি টাকা। ফলে চার দিনে ভারতীয় বক্স অফিসে দীপিকা এবং প্রভাসের ছবির মোট আয় পৌঁছেছে ৩০২ কোটি ৪০ লাখ টাকায়।
বিশ্বের দরবারে কত আয় করল ‘কল্কি ২৮৯৮ এডি’
বিশ্বের দরবারে ‘কল্কি ২৮৯৮ এডি’ এর ৪ দিনে মোট আয় প্রায় ৫০০ কোটি ছাড়িয়ে গিয়েছে। মুলত ভারতের বাইরেই ছবিটি আয় করেছে প্রায় ৩৬৯ কোটি ৪০ লক্ষ টাকা। শুধুমাত্র উত্তর আমেরিকায় আয়ের পরিমাণ ৪৫ কোটি ১ লাখ টাকা। ফলে ৪ দিনে মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৬৭১ কোটি ৯০ লাখ টাকায়।