ক্যান্সার আক্রান্ত সঙ্গীতশিল্পী তথা কবির সুমনের স্ত্রী সাবিনা ইয়াসমিন
Kabir Suman's wife Sabina Yasmin is suffering from cancer

The Truth Of Bengal : সঙ্গীতশিল্পী কবির সুমনের স্ত্রী সাবিনা ইয়াসমিন ক্যান্সার আক্রান্ত। বাংলাদেশের পাশাপাশি এপার বাংলাতেও জনপ্রিয় সাবিনা। এর আগে ২০০৭ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর চিকিৎসা করে পুরোপুরি সুস্থ হয়ে যান গায়িকা। এরমধ্যেই আবার তাঁর শরীরে বাসা বেঁধেছে এই মারণরোগ। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ন্যাশনাল ক্যানসার সেন্টারে চলছে তাঁর চিকিৎসা।
একবার মারনরোগকে জয় করে ফিরে এসেছিলেন সাবিনা ইয়াসমিন। সংগীত জগতে ফিরে নিয়মিত গানবাজনাও শুরু করেছিলেন সাবিনা ইয়াসমিন। এবার আবার ওরাল ক্যানসারে আক্রান্ত হয়েছেন সঙ্গীতশিল্পী কবির সুমনের স্ত্রী সাবিনা ইয়াসমিন। ইতিমধ্যেই একটি অস্ত্রোপচার করা হয়েছে তাঁর। জানা যাচ্ছে, খুব শীঘ্রই শুরু হবে কেমোথেরাপি।
২০০৭ সালে প্রথম ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। সেবার মরণঘাতী এই রোগকে জয় করে ফিরেছিলেন ভক্তদের মাঝে। ফের জানা গিয়েছে গুরুতর অসুস্থ তিনি। নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের ন্যাশনাল ক্যান্সার সেন্টারে চলছে তাঁর চিকিৎসা।
FREE ACCESS