বিনোদন

পরিপক্ক রাজনীতিবিদ হিসেবে জ্যোতি বসুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখলেন জিতু কমল

Jeetu Kamal placed Mamata Banerjee after Jyoti Bose as a mature politician

Truth Of Bengal: টলিউড অভিনেতা জিতু কমলের গলায় প্রশংসার সুর। কিন্তু কাকে নিয়ে প্রশংসা করছেন অভিনেতা ? মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রীকে নিজের মতামত প্রকাশ করলেন জিতু কমল। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি ভাগ করেছেন সামাজিক মাধ্যমে। ক্যাপশনে লেখা,” আমার মনে হয় জ্যোতি বসুর পর যদি পরিপক্ক রাজনীতিবিদ কেউ হয়ে থাকেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়”।

সোমবার যে নজিরবিহীন ঘটনা ঘটলো, জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পরে ঘোষণা করেন, কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে অপসারণ করা হবে বিনীত গোয়েলকে। পাশাপাশি স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা ডা. কৌস্তভ নায়েক ও স্বাস্থ্য অধিকর্তা ডা. দেবাশিস হালদার এবং কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্তাকেও পদ থেকে সরানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেতা জিতু কমল।

জিতু কমলের শেয়ার করা পোস্টের ক্যাপশনের একবারে শেষে লেখা রয়েছে , ”১৬.০৯.২০২৪ প্রসঙ্গে ” , যা থেকে কারুর আর বুঝতে অসুবিধে হয়নি কি বলতে চাইছেন অভিনেতা। সামাজিক মাধ্যমে নিজের মতামত স্পষ্ট করেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পরে পরিপক্ক রাজনীতিবিদ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখেছেন অভিনেতা।

প্রসঙ্গত, সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রী নিজ বাসভবনে বৈঠকে বসেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে।  বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, ‘‘৯৯ শতাংশ দাবি মেনে নিয়েছি। আর কী করব!’’ তিনি জানান,জুনিয়র ডাক্তারদের পাঁচটি দাবির প্রথমটি সিবিআই এবং আদালতের বিষয়। বাকি চারটির মধ্যে তিনটেয় মান্যতা দিয়েছে তাঁর সরকার। আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরানো হবে। মঙ্গলবার বিকেল ৪টের পর এই সংক্রান্ত নোটিস দিয়ে দেওয়া হবে।  পাশাপাশি স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা ডা. কৌস্তভ নায়েক ও স্বাস্থ্য অধিকর্তা ডা. দেবাশিস হালদার এবং কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্তাকেও পদ থেকে সরানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Related Articles