বিনোদন

জিতের বাড়িতে ‘বহুরূপী’! অভিনেতাকে চমক দিলেন শিবপ্রসাদ

Jeet's house 'Bahurupi'! Sivaprasad surprised the actor

Truth Of Bengal: জোর কদমে চলছে ‘বহুরূপী’র প্রচার। ননীচোরা দাস বাউলকেও দেখা যাচ্ছে প্রত্যেকটি জায়গায়। সঙ্গে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। টলিউড তারকা জিতের বাড়িতে আচমকাই যান ‘বহুরূপী’র পরিচালক। সঙ্গে ননীচোরা দাস বাউল। চমকে দেন অভিনেতাকে। তবে সাধারণ বেশে যাননি তাঁরা। গিয়েছেন বহুরূপীর বেশে। এদিন বহুরূপী সাজে শুধু যে ননীচোরা বাউলকে দেখা গিয়েছে তা নয়। ওই বেশে ধরা দিয়েছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সেই ভিডিও সামনে আসতেই আপ্লুত অনুরাগীরা।

শিবপ্রসাদকে যে এই অবতারে দেখবেন তা ভাবতেই পারেননি জিৎ। প্রথমে পর্দার পিছনে লুকিয়ে ছিলেন পরিচালক। তারপর আচমকাই বেরিয়ে এসে চমক দেন অভিনেতাকে। জিৎ বলে ওঠেন, “ওই তো শিবু দাঁড়িয়ে রয়েছে।”

জানা যায়, ননীচোরা দাস বাউল জিতের খুব বড় ভক্ত। জিতের সঙ্গে দেখা করার সুপ্ত ইচ্ছে ছিল তাঁর। মূলত সেই ইচ্ছাপূরণ করতেই জিতের বাড়িতে হাজির হন এই জুটি। জিতের সামনে পারফর্মও করেন তাঁরা। সেই ভিডিও সামনে আসতেই উচ্ছসিত অনুরাগীরা।

প্রসঙ্গত, ‘বহুরূপী’ তৈরির পরিকল্পনা চলছিল ২০১১ সাল থেকেই। আর তা বাস্তবায়িত করতে বেশ অনেকটা সময়ই অপেক্ষা করতে হয়েছে পরিচালক-অভিনেতাদের। গত ১৪ আগস্ট ‘বহুরূপী’র টিজার প্রকাশ হওয়ার কথা থাকলেও তা হয়নি। আগস্ট মাসের শেষে অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করা হয়। মঙ্গলবার প্রকাশ্যে আসে সেই ছবির ট্রেলার।

Related Articles