বিনোদন

জয়ার অনন্য রেকর্ড, দুই বাংলায় একইদিনে ছবি রিলিজ তাঁর

Jaya New Record

The Truth of Bengal: দুই-বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান শুক্রবার নতুন রেকর্ড করলেন। একই দিনে তাঁর দুটি ছবি দুই দেশে মুক্তি পেল। শুক্রবার কলকাতায় যেমন মুক্তি পেল ভুতপরী তেমনি ঢাকায় মুক্তি পেল পেয়ারার সুবাস। যা একটি অনন্য রেকর্ড। গতবছর হিন্দি সিনেমা কড়ক সিং-এর মাধ্যমে ইতিমধ্যেই বলিউডে পা ফেলেছেন এই দক্ষ অভিনেত্রী। কড়ক সিং-এ পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে বলিউডের দর্শকের সুনাম কুড়িয়েছে। ফলে টলিউডের পর এবার বলিউডেও ধীরে ধীরে পরিচিত হয়ে উঠছেন জয়া।

চলতি বছর টলিউডে জয়ার প্রথম ছবি ভূতপরী। সেই ছবিটি শুক্রবার মুক্তি পেল। এই প্রথম কোনও ভুতের ছবিতে প্রথমবার দেখা গেল তাঁকে। পরিচালক সৌকর্য ঘোষালের ভূতপরী ছবির হাত ধরে প্রথমবার পর্দায় ভূত অবতারে ধরা দিলেন অভিনেত্রী জয়া আহসান। ছবির চিত্রনাট্য অনুসারে বনলতা নামের একজন ভূত হিসেবে পর্দায় ধরা দিয়েছেন জয়া আহসান। যে গ্রামে ঘুরে বেড়ায়, ভয় দেখায় সে কীভাবে ভূত থেকে পরীতে পরিণত হয় তাই দেখানো হয়েছে ভূতপরীতে। এই ছবিতে জয়ার সঙ্গে দেখা গেল ঋতিক চক্রবর্তী ও সুদীপ্তা চক্রবর্তীকে। এছাড়াও কালো ঠাকুরের ভূমিকায় রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়।

ওপার বাংলায় মুক্তি পেয়েছে জয়ার আরেকটি ছবি পেয়ারার সুবাস। এই ছবিতেও তিনি লিড রোলে। অর্থাত্ পেয়ারার চরিত্রে অভিনয় করেছেন তিনি। শুক্রবার গোটা বাংলাদেশে মুক্তি পেল নুর আলম আতিকের পেয়ারার সুবাস। বৈবাহিক ধর্ষণের গল্প নিয়েই এগিয়েছে এই ছবির চিত্রনাট্য। ছবিতে পেয়ারার চরিত্রে ফের অনবদ্য অভিনয় করেছেন জয়া। ছবির ট্রেলারে যা আগেই সামনে এসেছিল। এই ধরণের গল্প প্রথমবার উঠে এল বাংলাদেশের ছবিতে। জয়া আহসান ছাড়াও এই ভিন্নধরণের ছবিতে অভিনয় করেছেন তারিখ আলম খান, আহমেদ রুবেল এবং সুষমা সরকার।

Related Articles