জওয়ান নাকি টুকলি করে বানানো! তামিল ছবি ‘থাই নাডু’র সঙ্গে মিল রয়েছে শাহরুখের এই ছবির
Jawan Flim copy

The Truth of Bengal: শাহরুখ খান অভিনীত জওয়ান ছবি নিয়ে দর্শক মহলে উত্তেজনার পারদ তুঙ্গে। বক্সঅফিস রীতিমতো কাঁপাচ্ছে শাহরুখ খান। বৃহস্পতিবারই এই ছবির খাতা খুলেছিল ৭০ কোটি দিয়ে। আর বিশ্ববাজার মিলিয়ে আয় ছিল ১০০ কোটির উপরে। সোশ্যাল মিডিয়াতেও এখন এই ছবি নিয়ে মাতামাতি। এরই মাঝে উঠলো বিতর্ক। কিছু মানুষ দাবি তুলেছে জওয়ান নাকি টুকলি করে বানানো। একটি তামিল ছবির সঙ্গে তাঁরা মিল খুঁজে পেয়েছেন শাহরুখ খানের এই সিনেমার। ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘থাই নাডু’র সঙ্গে নাকি মিল রয়েছে।
‘জওয়ান’ ছবিতে যে প্রচ্ছন্ন রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে সে সবই নাকি হাজির রয়েছে ওই ছবিটিতে।যেটিতে সত্যরাজ শাহরুখের মতো পিতা ও পুত্রের দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। X ব্যবহারকারী ১৯৮৯ সালের ছবির পোস্টার শেয়ার করে পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘জওয়ানের অরিজিনাল তামিল সংস্করণ – ১৯৮৯।’ অনেক ব্যবহারকারীই যারা থাই নাডু ও জওয়ান দেখেছেন তারা মেনে নিয়েছেন যে সত্যিই মিল আছে দুটি সিনেমাতে। তবে কেউ আবার মন্তব্য করেছেন, জওয়ানে দক্ষিণের সিনেমার ছাপ থাকলেও গল্প মৌলিক।
এসব ভুয়ো কথায় কান না দেওয়াই ভালো। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল তাঁর ছবি ‘বিগিল’। স্বল্প দৈর্ঘ্যের ছবি পরিচালক নন্দি চিন্নির অভিযোগ ছিল তাঁর ছবি থেকে নকল করেছে অ্যাটলি। এখানেই শেষ নয়। সামান্থা রুথ প্রভু ও বিজয়কে নিয়ে পরিচালক তৈরি করেন এক ছবি। সে ছবির সঙ্গেও লোকে মিল খুঁজে পেয়েছিল সুপারস্টার রজনীকান্তের ‘মুন্দ্রু মুগম’-এর।তবে এই সব ঘটনা বাদ দিলে এই মুহূর্তে জওয়ান ঝড় কিন্তু জারি।