বিনোদন

জাপানে ‘জওয়ান’ ঝড়! ভক্তদের উদ্দেশ্যে কি লিখলেন কিং খান

Japan's 'jawan' storm! What did King Khan write for his fans?

Truth Of Bengal: জাপানে এবার ‘জওয়ান’ ঝড় উঠতে চলেছে। বলিউড বাদশার অ্যাকশনে ভরপুর এই ছবি মুক্তি পেতে চলেছে জাপানের ‘প্রেক্ষাগৃহে’। অ্যাটলির পরিচালনায় তৈরি এই ছবি নিয়ে প্রথম থেকেই উচ্ছসিত অনুরাগীরা। নভেম্বরের শেষে জাপানের প্রেক্ষাগৃহে দেখানো হবে কিং খানের ‘জওয়ান’। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এই খবর প্রকাশ করেন শাহরুখ খান নিজে। তিনি লেখেন, ‘বিচার, প্রতিশোধ, নায়ক-খলনায়ক আর এক জওয়ানের গল্প আসছে জাপানের প্রেক্ষাগৃহে’।

বক্স অফিসে দারুন সাফল্য পায় ছবিটি। ২০২৩-এর ৭ সেপ্টেম্বর মুক্তি পায় ভারতে। ৩০০ কোটির এই ছবি ঝড় তুলেছিল বক্স অফিসে। ‘জওয়ান’ একমাত্র ভারতীয় ছবি যা অ্যাসট্রা অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়। এই চলচ্চিত্র রচনা ও পরিচালনার মাধ্যমে অ্যাটলি হিন্দি চলচ্চিত্রে অভিষেক করে। এটি রেড চিলিজ এন্টারটেইনমেন্টের অধীনে গৌরী খান এবং গৌরব ভার্মা প্রযোজনা করেছেন।

Related Articles