
The Truth of Bengal: ২৬ আগস্ট তাঁর জন্মদিন। যাঁর সংলাপে বাঙালি চিরকাল হেসেছে এবং তাঁর মতো চরিত্রাভিনেতা কমই পেয়েছে বাংলা ইন্ডাস্ট্রি। তাঁর নাম শুনলেই মনে পড়ে যায় ‘গল্প হলেও সত্যি’, ‘আশিতে আসিও না’, ‘ভানু গোয়েন্দা জহর এ্যাসসিস্ট্যাশন্ট’, ‘পার্সোনাল এ্যাতসিস্ট্যািন্ট’, ‘ভানু পেল লটারি’, ‘অদৃশ্যস মানুষ’, ‘হসপিটাল’ ইত্যাদি ছবির কথা। হ্যাঁ, কথা হচ্ছে রুপোলি পর্দার অবস্মিরণীয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে। সময় পাল্টে গেলেও বাঙালির মনে আজও অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি আগের মতোই উজ্জ্বল। ‘সাড়ে চুয়াত্তর’-এর ‘মাসিমা মালপো খামু’ সংলাপ আজও বাঙালির মুখে মুখে ঘোরে। তাঁর ১০১তম জন্ম বার্ষিকীতে একটি নতুন ছবির ঘোষণা সামনে এল। যার নাম ‘যমালয়ে জীবন্ত ভানু’। এমন একটি গল্প ছবির ভিত, যেখানে অভিনেতার চিরস্মরণীয় ছবির দৃশ্য গুলো তো থাকবেই, সেই সঙ্গে তাঁর সমসাময়িক কালের কিংবদন্তি অভিনেতাদের স্মৃতিও রঙিন হয়ে উঠবে দর্শকের হৃদয়ে। মলাটরোলে অর্থাৎ ভানু বন্দ্যোপাধ্যাঙয়ের ভূমিকায় পাওয়া যাবে শাশ্বত চট্টোপাধ্যা য়কে আর ছবির পরিচালনায় সায়ন্তন ঘোষাল।
শাশ্বত চট্টোপাধ্যায় এর আগেও একাধিকবার বাংলা সিনেমার স্বর্ণ যুগের একাধিক নায়ক বা পরিচালকের চরিত্রে অভিনয় করেছেন। তাঁকে মেঘে ঢাকা তারা ছবিতে ঋত্বিক ঘটকের চরিত্রে এবং অচেনা উত্তম ছবিতে উত্তম কুমারের চরিত্রে দেখা গিয়েছে। এবার তিনি ভানু বন্দ্যোপাধ্যায় হাতে ধরা দিতে চলেছেন। তাঁর এই আসন্ন ছবির নাম যমালয়ে জীবন্ত ভানু। ছবির নামটা চেনা চেনা ঠেকছে তাই না? হবেই তো! প্রায় এই একই নামে যে খোদ ভানু বন্দ্যোপাধ্যায়েরই একটা ছবি আছে, যমালয়ে জীবন্ত মানুষ। এই ছবির পোস্টারে ভানু বন্দ্যোপাধ্যায় হয়ে ধরা দিলেন অভিনেতা। চওড়া কপাল, ডুরে কাটা পঞ্জাবি আর ধুতি পরে সাইকেলের পাশে তিনি থুড়ি শাশ্বত দাঁড়িয়ে। আর তাঁর পাশেই বসে একটা বিড়াল। এই ছবির পরিচালনা করেছেন ডক্টর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।
বুড়িমা চিত্রম নিবেদিত এই ছবিটির প্রযোজনা করেছে সুমন কুমার দাস।কিংবদন্তি অভিনেতার গতবছরের জন্মদিনেই এই বিশেষ খবর দিয়েছিল প্রযোজনা সংস্থা। কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায় মানে তো কেবল দমফাটা হাসি আর দুরন্ত অভিনয় না। তার বাইরেও আরো অনেক কিছু। ১৯২০ সালে বিক্রমপুরে জন্ম তাঁর। নিজেকে আজীবন ‘ঢাকার পোলা’ বলেই পরিচয় দিতেন। একদম ছোটবেলায় শহীদ দীনেশ গুপ্তর সান্নিধ্যে এসে জড়িয়ে পড়া স্বাধীনতা সংগ্রামে। তারপর ধীরে ধীরে অভিনয় জগতে পা রাখেন। এই ছবির পোস্টার পোস্ট করে লেখা হয়েছে ‘আজ সেই মানুষটির জন্মদিন যিনি যুগযুগ ধরে আপামর বাঙালির মনে ছিলেন আছেন আর থাকবেন। বাংলা ছায়াছবির মাধ্যমে তিনি লাভ করেছেন অমরত্ব। তিনি শ্রদ্ধেয় শ্রী ভানু বন্দ্যোপাধ্যায়। তাঁকে স্মরণ করেই যমালয়ে জীবন্ত ভানু’। একই সঙ্গে জানা গিয়েছে চলতি বছরের শীতকালেই মুক্তি পাচ্ছে এই ছবি।