বিনোদন
Trending

জল্পনার অবসান! তবে কী সত্যি দ্বিতীয়বার বাবা হতে চলেছেন বিরাট?

is Virat really going to be a father for the second time?

The Truth Of Bengal : জল্পনার অবসান! বিরাট দ্বিতীয় বার বাবা হতে চলেছেন! এবার এবি ডিভিলিয়ার্স এর দেওয়া এই খবরকে আরও উস্কে দিলেন হর্ষ গোয়েঙ্কা। সমাজমাধ্যমে তাঁর করা পোস্ট নিয়ে শুরু হল আলোচনা। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “আগামী কয়েকদিনের মধ্যেই নতুন শিশুর জন্ম হতে চলেছে! আশা করি শিশুটি সেরা ক্রিকেটার বাবার মতো ভারতকে উচ্চতায় নিয়ে যাবে। নাকি মাকে অনুসরণ করে চলচ্চিত্র তারকা হবেন?” তাহলে কী সত্যি দ্বিতীয়বার বাবা হতে চলেছেন বিরাট?

প্রসঙ্গত, ২০২৩ সেপ্টেম্বর মাস নাগাদ এবি ডিভিলিয়ার্স প্রথম দাবি করেছিলেন বিরাট কোহলি দ্বিতীয় বার বাবা হতে চলেছেন। আর এই খবর ছড়িয়ে পড়তেই নেট দুনিয়ায় শুভেচ্ছার ঝড় উঠেছিল। কিন্তু এরই মাঝে নানা জল্পনারও সৃষ্টি হয়েছিল কারণ বিরাট-অনুষ্কা তখন এই প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া দেয়নি। পরে ডিভিলিয়ার্স তা অস্বীকার করেছিলেন।

গুঞ্জন উঠেছে অন্তঃসত্ত্বা অনুষ্কাকে নিয়ে লন্ডনে রয়েছেন বিরাট। এই সময়টা তারকা দম্পতি নিভৃতেই কাটানোর জন্যই এই অজ্ঞাতবাস। প্রথমে শোনা গিয়েছিল, বিশ্বকাপের পরেই অনুষ্কা সুখবর শোনাবেন। কিন্তু তেমনটা ঘটেনি। এবার গুঞ্জন, ফেব্রুয়ারি মাসেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন অনুষ্কা। লন্ডনেই ডেলিভারি হওয়ার কথা। প্রতিনিয়ত পাপারাজ্জির নজর এড়াতেই নাকি এমন সিদ্ধান্ত। শুধু তাই নয়, এদিকে মেয়ে ভামিকাকে এখনও আড়াল করে রেখেছেন বিরাট-অনুষ্কা।

 

FREE ACCESS

Related Articles