বিনোদন

‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিয়ো’ কী ‘সেক্স টেপ’-র অনুকরণে তৈরি? মুখ খুললেন পরিচালক

Is 'Vicky Vidya Ka Oh Wala Video' Modeled On 'Sex Tape'? The director opened his mouth

Truth Of Bengal: আসতে চলেছে পরিচালক রাজ শান্ডিল্যর ছবি ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিয়ো’। ছবিটিতে অভিনয় করেছেন রাজকুমার রাও এবং তৃপ্তি দিমরি।পরিচালক রাজ শান্ডিল্য তার আসন্ন ছবি নিয়ে মুখ খুলেছেন। তার কথায়, ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিয়ো’- র সাথে হলিউডের ছবি ‘সেক্স টেপ’-এর কোনও সম্পর্ক নেই। আয়ুষ্মান খুরানা অভিনীত ‘ড্রিম গার্ল’ ফ্র্যাঞ্চাইজির জন্য জনপ্রিয় পরিচালক স্পষ্ট বলেন যে তিনি জেসন সেগেল এবং ক্যামেরন ডিয়াজ অভিনীত ২০১৪ সালে মুক্তি প্রাপ্ত’সেক্স টেপ’ ছবিটি এখনও দেখেননি।

‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিয়ো’ আর ‘সেক্স টেপ’ ছবিটির মধ্যে বেশ মিল রয়েছে। দুই ছবিরই গল্পটা একই রকমের। ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিয়ো’ ছবির গল্পটা ঠিক এরকম,   এক বিবাহিত দম্পতি তাঁদের অন্তরঙ্গ মুহূর্ত ভিডিয়ো আকারে সিডিতে ধরে রাখত, কিন্তু ঘটনাচক্রে তা চুরি হয়ে যায়, আর তা খুঁজতে গিয়েই নাজেহাল হতে হয় তাদের। অন্য দিকে ‘সেক্স টেপ’ ছবিতেও দেখানো হয় একি দৃশ্য। ছবিটির গল্পটা ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিয়ো’ ছবির মতোই একই। এক দম্পতি তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো বানায়।

সেই ভিডিও পরের দিন সকালে উঠে দেখে যে গায়েব হয়ে গেছে। দুই ছবির মধ্যে এতটাই মিল যে স্বাভাবিক ভাবেই অনেকের মনে প্রশ্ন উঠেছে যে এই ছবিটি কি হলিউডের ‘সেক্স টেপ’ ছবির অনুকরণে তৈরি। এই নিয়ে পরিচালক রাজ জানিয়েছেন, তিনি ‘ভিকি বিদ্যা’-এর ট্রেলার লঞ্চের পরে ‘সেক্স টেপ’ ছবিটির বিষয়ে বিস্তারিত জানতে পারেন। তার আগে তিনি কিছুই জানতেন না ছবিটি নিয়ে। পরিচালক রাজ শান্ডিল্যর আসন্ন ছবি ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিয়ো ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গিয়েছে।

Related Articles