বিনোদন

শ্রীলীলার সঙ্গে প্রেম করছেন কার্তিক? মুখ খুললেন অভিনেতা নিজেই

Is Kartik in love with Srileela? The actor himself opened up about it

Truth Of Bengal: বলিউড তারকাদের প্রেম বরাবরই টক অব দ্যা টাউন। তারা কি করছেন? কোথায় যাচ্ছেন? কার সঙ্গে প্রেম করছেন সবই থাকে নজরে। এই যেমন কার্তিক আরিয়ান এবং শ্রীলীলা নাকি প্রেম করছেন। বিগত কিছু সময় ধরে বলিউড জুড়ে তাদের প্রেমের গুঞ্জন। দক্ষিণী নায়িকা শ্রীলীলার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন কার্তিক। কিছুদিন আগেই কার্তিকের বাড়িতে পার্টি করতে দেখা গিয়েছিল তাঁর আসন্ন ছবির নায়িকাকে। সবমিলিয়ে তাঁদের প্রেমের গুঞ্জনে সরগরম বলিউড। তবে এবার এই সব গুঞ্জন নিয়ে মুখ খুললেন কার্তিক।

কার্তিক বলেন, ‘‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথা হয়েছে। কিছুটা ঠিক, কিছুটা অসত্য। আমি এটা বলব যে আমি সিঙ্গল। আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত চর্চা হয়েছে যে আজকাল কারও সঙ্গে আলাপ হলেও অদ্ভুত লাগে। আসলে বাইরে যে এত কথা হয় আমাকে নিয়ে, আমি ভাবি এত তথ্য তো আমি নিজেও জানি না নিজেকে নিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে আমি এটা বুঝতে পেরেছি যে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আরও সচেতন থাকতে হবে।’’

অর্থাৎ গুঞ্জন যাই থাকুক না কেন এখনো প্রেম প্রকাশ্যে আনতে রাজি নন অভিনেতা। উল্লেখ্য, কার্তিক আরিয়ান ও শ্রীলীলা জুটি বেঁধে কাজ করছেন অনুরাগ বসুর আগামী ছবি ‘আশিকি ৩’-এ। সম্প্রতি উত্তরবঙ্গে ও সিকিমে শ্রীলীলার সঙ্গে শুটিং করছেন কার্তিক। সেখানকার টুকরো ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেই ঝলকে কার্তিক-শ্রীলীলার ঝলকও বেশ নজর কেড়েছে সকলের। এখন দেখার ছবি মুক্তির পর কতটা বক্স অফিসে ঝড় তুলতে পারে কার্তিক-শ্রীলীলার ‘আশিকি ৩’।

Related Articles