বিনোদন

তোর নামে নীল খামে এবং চল পালাই

In your name, in a blue envelope, and let's run away.

Truth Of Bengal: ‘ডি সুধীর প্রোডাকশনস’-এর হাত ধরে মিউজিক ভিডিয়ো রূপে সমাজমাধ্যমে মুক্তি পেল ‘তোর নামে নীল খামে’, এবং ‘চল পালাই’ নামাঙ্কিত দুটো আধুনিক গান। গীতিকার রাজীব-এর কথায় ও সঙ্গীত পরিচালক সুধীর দত্ত-র সঙ্গীত নির্দেশনায় গান দুটো গেয়েছেন রাখী দত্ত দেব এবং রাজ বর্মন।

মিউজিক ভিডিয়ো দুটোয় গানের সাথে অভিনয় করতে দেখা যাবে কাইজার খান এবং অভিনেত্রী দেবলীনা দত্ত ও সুনন্দা-কে। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে গীতিকার রাজীব এবং সঙ্গীত পরিচালক সুধীর দত্ত জানান, তারা কাজ করে মজার ছলে।

খুনসুটি তো চলতেই থাকে, তবে এই বিশেষ দিনে ৮ ই ফেব্রুয়ারী ২০২৫ গানের উন্মুক্ত আকাশ খুলতে পেরে আনন্দিত। সঙ্গে রাখি দত্ত দেব সাংবাদিক দের জানান, এই মিউজিক ভিডিয়ো মুক্তি পাওয়ার পাশা-পাশি দিনটি বিশেষ প্রস্তাব মূলক। সদাহাস্য কাইজার খান আনন্দের বার্তায় দেন হাসি মুখে। এবং সকলের ভালো লাগবে এই আশায় করেন উজ্জ্বল ব্যক্তিগণ।