বিনোদন
Trending

বলিউডে আবারও বাজলো বিয়ের সানাই! কার সঙ্গে জীবনের নতুন পথ বেছে নিলেন আরতি?

The Truth Of Bengal: বলিউড থেকে আসা একের পর এক বিয়ে এবং বাগদান এর খবরের মাঝেই এবার নিজেদের বিয়ে সেরে ফেললেন বিগ বস ১৩ এর ভীষণ পরিচিত মুখ আরতি সিং ও মুম্বাইয়ের অত্যন্ত খ্যাতনামা ব্যবসায়ী দীপক চৌহান। সমস্ত মান অভিমানকে সরিয়ে রেখে এদিন ভাগ্নির বিয়েতে বেশ আনন্দ উপভোগ করছিলেন গোবিন্দাও। দীর্ঘ সাত বছরের এই ঝামেলা-অশান্তি’কে শেষমেশ দূর করে মামার সঙ্গে পাল্লা দিয়েই বোনের বিয়েতে খুনশুটি করতে দেখা গিয়েছিল কমেডিয়ান বা কৌতুক অভিনেতা কৃষ্ণা অভিষেক’কেও। ভাগ্নির বিয়েতে গোবিন্দা ও সুনীতার আসার জন্য তাঁরা সকলেই খুশি। সঙ্গেই এদিন কাশ্মীরা’কে গোবিন্দার পা ছুঁয়ে প্রণাম করতেও দেখা গিয়েছিল।

বিখ্যাত ডিজাইনার রাচিত খানের ডিজাইন করা লাল রঙের ল্যাহেঙ্গায় ও শ্রুতি জোশীর হাতের যাদুতে, বিগবস এর ঘরে প্রায়শই ‘নো মেক আপ লুক’এ থাকা সেই আরতি’কেই চিনতে পারছেন না তাঁর অনুরাগীরা। তিনি শনিবার তাঁর বিয়ের সাজে ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে লেখেন, “আমি বরাবরই বিয়ের স্বপ্ন দেখেছি, প্রেমের স্বপ্ন দেখেছি, আমি এই দিনের স্বপ্ন দেখেছি যেদিন আমি এই লাল রঙে নিজেকে আবদ্ধ করব, যেদিন আমি তোমার হব, আমার ভালোবাসা”। সঙ্গে একটি হৃদয়ের ইমোজির সাথে সাথেই নিজের নাম ও দীপকের নামের সংমিশ্রণে তৈরি করা হ্যাশট্যাগও দেন, যা ছিল ‘#DipakkiArti‘।

 

View this post on Instagram

 

A post shared by Arti singh sharma (@artisingh5)

তাদের বিয়ের এই অনুষ্ঠান কোনও ভাবেই বিগবস ১৩ এর রিইউনিয়ান এর থেকে কম ছিল না। যেখানে সেই বছরের প্রতিযোগীদের মধ্যে দেখা গিয়েছিল অনেকেই। এদিন পারস ছাবরা থেকে শুরু করে মাহিরা শর্মা, প্রিয়াঙ্কা চাহার চৌধুরী, সঙ্গে অঙ্কিত গুপ্তা, শেফালি জারিওয়ালা, রেশমি দেশাই, দেবলীনা, বিশাল প্রায় সকলেই এসেছিলেন। সঙ্গে হিন্দুস্থানী ভাউ’কেউ দেখা গিয়েছিল ‘লাডকি ওয়ালে’ এর তরফ থেকে। তবে সেই বছরের বিগবসের কিউটেস্ট প্রতিযোগী শেহনাজ’কে দেখা যায়নি আরতি এর এই বিশেষ দিনে।

 

View this post on Instagram

 

A post shared by Nisha Shah (@lokhandeeankita_fan)

সিদ্ধার্থ শুক্লা এর সঙ্গে আরতি এর অতীতের ভালো সম্পর্ক এবং বিগবসে একে অপরের প্রতি বন্ধুত্ব নজর কেড়েছিল সকলের। সেখানে তার অনুপস্থিতি কোথাও গিয়ে সকলেই অনুভব করতে পারছিলেন তা বলাবাহুল্য। তবে এতদিন পর নিজের মনের মানুষ’কে পেয়ে খুশি আরতি। বৌদি কাশ্মীরা ননদের এই বিশেষ দিনে তাঁকে নিয়ে বলেন যে, “আরতি ঠিক যেমনটা চেয়েছিল, দীপক ঠিক তেমনই!”

Related Articles