বিনোদন

অশান্তি বচ্চন পরিবারে, বৌমা ছাড়াই পুত্রকন্যাকে নিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন জয়া বচ্চন

In Ashanti Bachchan family, Jaya Bachchan performed puja at Kashi Vishwanath temple with daughter without grandmother

The Truth Of Bengal: বলিউডের অন্যতম প্রিয় জুটি ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন। তবে কিছুদিন ধরে বি টাউনে কান পাতলে শোনা যায় তাদের বিচ্ছেদের কথা। যদিও বা তারা তাদের এই বিচ্ছেদ প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো কথা বলেননি। গত বছর শেষের দিক তারপর অন্দরমহল নিয়ে মুখর ছিল নেট দুনিয়ায়।

নতুন বছরে বচ্চন পরিবারে সমীকরণ নিয়ে চর্চার অন্ত নেই। কান চলচ্চিত্র থেকে ফিরে আসার পর সেই ভাবে আর প্রকাশ্যে দেখা যায়নি ঐশ্বর্য রাইকে। আর এরই মাঝে ছেলে অভিষেক ও মেয়ে শ্বেতা বচ্চনকে সঙ্গে নিয়ে কাশীর বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন জয়া বচ্চন। তাদের সঙ্গে যাইনি ঐশ্বর্য। আর এর ফলে শুরু হয়েছে নতুন জল্পনা। তবে কি সত্যি সত্যি শাশুড়ি ও ননদের সঙ্গে আদার কাজ করা সম্পর্ক হল প্রাক্তন বিশ্ব সুন্দরীর? এই প্রশ্নই বর্তমানে ঘুরপাক খাচ্ছে নেট মহলে। নেটদুনিয়ায় এমনও শোনা যায় যে সোশ্যাল মিডিয়ায় ঐশ্বর্যকে আনফলো করে দিয়েছে অমিতাভ বচ্চন নিজেই।

যদিও বা এত কিছুর মধ্যেও বিবাহ বার্ষিকীর দিনে স্বামী ও মেয়ের সাথে ছবি পোস্ট করে বিচ্ছেদের জল্পনায় এক কথায় জল ঢেলে দেয় ঐশ্বর্য। তবে স্বামীর সঙ্গে সম্পর্ক যেমনই হোক না কেন, শ্বশুরবাড়ির বাকিদের সঙ্গে নাকি ঐশ্বর্যা দূরত্ব বজায় রেখেই চলেন! এমনটাই মত নেটপাড়ার। সে কারণেই এ দিন বারাণসীতেও অভিষেকের সঙ্গে দেখা যায়নি ঐশ্বর্যাকে।

Related Articles