বিনোদন

‘দেখে নেবো’! বিয়ের পর পরই নতুন স্বামীকে নিয়ে কেন একথা বললেন সোনাক্ষীর বন্ধু?

'I'll see'! Why did Sonakshi's friend say this about her new husband after marriage?

The Truth Of Bengal : প্রিয় বান্ধবী সোনাক্ষীর সিন্হার বিয়ে বলে কথা আর সেখানে কিনা হানি সিং থাকবেন না এটা কখনও হয়? নিশ্চয়ই না। তাই রবিবার সকালে মুম্বই বিমানবন্দরে নামতে দেখা গিয়েছিল বিশিষ্ট র্যা প গায়ক হানি সিংকে। যেখানে বি টাউনের বিয়ে মানে ঢালাও খরচ। খরচের পাশাপাশি এলাহি আয়োজন। সেই প্রেক্ষাপটে দাড়িয়ে একেবারে ছিমছাম ভাবেই বিয়ে সারলেন শত্রুঘ্ন সিনহার কন্যা। বিরাট কিছু আয়োজন নয় বরং নিজের নিজের ফ্ল্যাটে ঘরোয়া ভাবেই বিয়ে হয় সোনাক্ষী ও জ়াহির ইকবালের। দম্পতি।বিয়েতে সাক্ষী বলতে ছিল শুধুমাত্র দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা। হাতেগোনা কয়েকজনকে নিয়ে কাগজে-কলমে বিয়ে সারলেন অভিনেত্রী ‌। বিয়ের দিনের জন্য প্যাস্টেল কালারের শাড়ি বেছে নিয়েছিলেন সোনাক্ষী। স্ত্রীর সাথে জাহিদের পোশাক ছিল রং মিলন্তি। জাহিদকে এদিন সাদা পাঞ্জাবিতে দেখা গিয়েছিল। নব দম্পতি তাদের বিয়ের ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
সকালে বিমানবন্দরে নেমেই হানি জানান, ‘‘মদ্যপান না করেই সোনাক্ষীর বিয়েতে নাচব?’’ তারপর আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যান গায়ক। এরপর রাতে একটি রেস্তরাঁয় ছিল রিসেপশনের অনুষ্ঠান। সেখানেই সন্ধ্যা নাগাদ ঢোকেন হানি। বেশ জমকালো পোশাকে দেখা মিলল গায়কের। বেগুনি কোর্ট, চেক প্যান্ট, চোখে রোদ চশমা পরে অনুষ্ঠানের কক্ষে প্রবেশ করেন হানি। কাছের বান্ধবীর এই বিশেষ দিনে নিজে থেকেই বেশ কয়েকটি গান গেয়েছিলেন তিনি। তবে রিসেপশনের অনুষ্ঠান শেষে অবশ্য একেবারে অন্য মেজাজে ধরা দিলেন তিনি। আনুমানিক রাত দেড়টা নাগাদ যখন অনুষ্ঠানের স্থান ছাড়েন, তখন আলোকচিত্রীদের দিকে ছুটে যান হানি। ক্যামেরা সামনে দেখেই খানিক হুমকির সুরে বলেন, ‘‘ সোনাক্ষীকে খুশি না রাখলে, জ়াহির, দেখে নেব তোমাকে।’’ যদিও গোটা বিষয়টা মজার ছলেই করেছেন তিনি। তবু নেটপাড়ার একাংশ অবশ্য হানির এ হেন মন্তব্য নিয়ে হাসাহাসি শুরু করেছেন।
প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে সোনাক্ষীর সঙ্গে ‘দেশি কলাকর’ মিউজ়িক ভিডিয়ো করেছিলেন হানি। সেই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। এরপর মধ্যে বন্ধুত্ব হয়।

Related Articles