বিনোদন
Trending

‘আমি বেঁচে আছি’, গুঞ্জনের মাঝেই বার্তা পুনমের

'I am alive', Poonam's message amidst the buzz

The Truth Of Bengal : শুক্রবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী পুনম পাণ্ডের মৃত্যুর খবর ছড়িয়েছিল। পুনম পান্ডের ম্যানেজার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানান,”পুনম জরায়ু-মুখের ক্যানসারে ভুগছিলেন। তিনি সার্ভিক্যাল ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। আজকের সকালটা আমাদের সবার জন্য খুবই কষ্টের। জরায়ু-মুখের ক্যানসারে ওঁকে আমরা হারিয়েছি। যাঁরা তাঁর বিপদের দিনে পাশে ছিলেন তাঁদের সবাইকে অনেক অনেক ভালবাসা। এই বিপদের সময় আমরা চাই যেন সবাই ঘটনার গভীরতা বোঝে। আমাদের যেন একটু ব্যক্তিগত সময় কাটানোর মতো পরিসর দেন।'”

কিন্তু একদিন যেতে না যেতেই ঘটনায় এল নয়া টুইস্ট। শনিবারসকাল হতে না হতেই বদলে গেল হেডলাইন। খোদ পুনম নিজের ইনস্টাগ্রাম থেকে ছোট্ট একটি ভিডিয়োর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জানান তিনি বেঁচে আছেন এবং সুস্থও আছেন। কিন্তু বেঁচে নেই অনেক মহিলা। যারা ভুগছিলেন জরায়ু-মুখের ক্যানসারে। তাই এই মৃত্যুর খবরটা জানিয়ে জরায়ু-মুখের ক্যানসার নিয়ে মহিলাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ছিল তাঁর উদ্দেশ্য।

এদিকে এহেন মিথ্যাচারে নেটদুনিয়া কার্যত ক্ষুব্ধ। অনেকেই কমেন্টে লিখেছেন মৃত্যু নিয়ে এত বড় মিথ্যেটা পুনম না বললেই পারতেন। এদিকে পুনম সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে বাকি কথা জানাবেন বলে জানিয়েছেন। সম্প্রতি অন্তর্বতী বাজেট পেশের দিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও কিশোরীর মেয়েদের জরায়ু-মুখের ক্যানসারে নিরাময়ের টিকার প্রসঙ্গ উল্লেখ করেন। এরপরেইপুনমের এই পোস্ট ঘিরে গোটা এক দিন টানটান রহস্য। এখন, প্রশ্ন একটাই, তবে কি অর্থমন্ত্রীর কথাকেই গুরুত্ব দিয়ে এমন কাণ্ড ঘটালেন তিনি!

 

FREE ACCESS

Related Articles