‘কত কী হারাতে হয়’, মিমির ইন্সটাগ্রাম পোস্টে মনখারাপি ছোঁয়া
'How much to lose', Mim's Instagram post is touching

The Truth Of Bengal: ওপার বাংলার ‘তুফান’ সিনেমায় নয়া লুকে অভিনয় করে দু’বাংলায় নিজের অনুরাগীদের মনে আরও জায়গা বাড়িয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এমনকি ছবিতে তাঁর ‘দুষ্টু কোকিল’এর নাচও হইচই ফেলেছে দু’বঙ্গে। ২০ জুন ‘দুষ্টু কোকিল’ গানটি ইউটিউবে প্রকাশ হয়েছিল। ৩২ লক্ষের বেশি মানুষ ইতিমধ্যেই তা দেখেছেন, ট্রেন্ডিং এও জায়গা করে নিয়েছে এই গান। অভিনেত্রীও তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত। অনেকে ভেবেছিলেন হয়ত অশান্ত বাংলাদেশ সম্পর্কে নিজের ওপার বাংলার অনুরাগীদের জন্য তাঁর সোশাল মিডিয়াতে তিনি কিছু পোস্ট করবেন। কিন্তু অভিনেত্রীর ব্যক্তিগত কারণে যে তাঁর মন ভার রয়েছে তা তিনি বুঝিয়ে দিলেন ইস্টাগ্রাম পোস্টে।
নিজের ইনস্টাগ্রামে মিমি লিখলেন, “দিন শেষে কেউ জানতে পারে না নিজের লক্ষ্যে পৌঁছাতে ঠিক কতটা বাধা অতিক্রম করতে হয়। কতটা আত্মত্যাগের মধ্যে দিয়ে যেতে হয়, কত কী হারাতে হয়। কতটা চাপের মধ্যে থাকতে হয় প্রত্যেকদিন। তাই মাথায় রাখতে হবে, সব কিছু নিজেকেই করতে হবে। সেটা যাই হোক না কেন।” অভিনেত্রীর পোস্ট দেখে মনে হচ্ছে কোনো কারণে তাঁর মন ভার, কিন্তু কী সে কারন তা অজানা। মিমির মন খারাপের অধরা কারন জানতে উদবিগ্ন অভিনেত্রীর অনুরাগী মহল।
রাজনীতি থেকে বেরোনোর পর মিমি এখন শুধুই নিজের অভিনয় কেরিয়ারে মগ্ন। বেশ কয়েকটি ছবি রয়েছে টলি নায়িকার হাতে। সম্প্রতি কয়েক মাস আগেই মুক্তি পেয়েছে মিমির আলাপ ছবি। মিমি বিপরীতে এই ছবিতে ছিলেন আবির চট্টোপাধ্যায়। বক্স অফিসে এই ছবিটি বেশ ভালোই জায়গা করে নিয়েছে ।