অনন্ত ও রাধিকার প্রাক বিবাহে কত টাকা নিচ্ছেন পপ গায়িকা ?
How much money is the pop singer taking in Anant and Radhika's pre-wedding?

The Truth Of Bengal : আবারও আম্বানির ঘরে বিয়ের অনুষ্ঠান ।আর আম্বানির ঘরের অনুষ্ঠান মানেই রাজকীয় ব্যাপার । আগামী ১২ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন মুকেশ আম্বানির ছোট পুত্র অনন্ত আম্বানী এবং রাধিকা মার্চেন্টের । ছোট ছেলে বিয়েতে কোনরকমই খামতি রাখতে চান না আম্বানি পরিবার । আর তাই বিয়ের ছ মাস আগের থেকেই শুরু হয়ে গেছে উৎসব।
শুক্রবার গুজরাটের জামনগরে অনন্ত ও রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ হবে । তাদের এই প্রাক বিবাহ অনুষ্ঠানে উপস্থিত থাকবে বলিউড , হলিউড ও দক্ষিণী সিনেমার তারকা ব্যক্তিরা । আর প্রাক বিবাহ অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বিখ্যাত পপ গায়িকা রিহানাও ।
অনন্ত ও রাধিকার এই প্রাক বিবাহ অনুষ্ঠানে পারফরম্যান্স করার রিহানা বৃহস্পতিবারই গুজরাটে জামনগরের উদ্দেশ্যের জন্য রওনা হয় । এবং বিমানবন্দর থেকে বেরিয়ে পাপারাৎজিদের উদ্দেশ্যে পোজ ও দেন তিনি । তবে এই প্রাক বিবাহ অনুষ্ঠানে তিনি ঠিক কি কি গান গাইবেন সেই তালিকা এখন পর্যন্ত প্রকাশ্যে আসিনি । সূত্রের খবর অনুযায়ী , এই প্রাক বিবাহ অনুষ্ঠানে গান গাওয়ার জন্য রিহানাকে প্রায় ৬৬ থেকে ৭৪ কোটি টাকা পারিশ্রমিক দিচ্ছেন মুকেশ আম্বানি।
Free Access