বিনোদন
Trending

হাসপাতালে ভর্তি যিশু পত্নী, কেমন আছেন এখন নীলাঞ্জনা সেনগুপ্ত?

Hospitalized Jesus wife, how is Nilanjana Sengupta now

The Truth Of Bengal: হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন যীশু সেনগুপ্তের স্ত্রী। বর্তমানে তিনি দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি রয়েছেন নিলাঞ্জনা। হাসপাতালে তরফ থেকে জানানো হয়েছে আপাতত তিনি কিছুটা সুস্থ আছেন। সূত্রের খবর ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়েছে নীলাঞ্জনা সেনগুপ্ত। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছেন যে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি নিজেই তার সোশ্যাল মিডিয়ায় বর্তমান পোস্ট করেছে ‌। পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “Broken but Beautyful”। এমনকি তিনি হাসপাতালে ভর্তি থাকে জানলা দিয়ে খোলা জায়গার ছবিও পোস্ট করেছেন। তারপরের পোস্টে দেখা যাচ্ছে একটি যীশু পত্নীর হাতে রয়েছে স্যালাইনের চ্যানেল। প্রসঙ্গত এর আগে ছোট মেয়ে জারা সেনগুপ্তের গ্রাজুয়েশন সেরিমনির ভিডিও পোস্ট করেছিলেন নীলাঞ্জনা। তার সেই পোস্টে নেটিজেনেরা প্রশংসা করেছিলেন।

উল্লেখ্য, বহুদিন ধরে অভিনয়ের থেকে নিজেকে সরিয়ে রেখেছে যীশু পত্নী। আপাতত তিনি যীশু সেনগুপ্তের প্রযোজনা সংস্থাটি দেখভাল করছেন। এই মুহূর্তে যিশু সেনগুপ্তের প্রযোজনায় হরগৌরীর পাইস হোটেলের শুটিং চলছে। এই সিরিয়ালটি টিআরপিতে বেশ ভালই জায়গা করে নিয়েছে। ব্যক্তিগত জীবনে নীলাঞ্জনা হল জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের মেয়ে। অভিনয় দিয়েই নীলাঞ্জনা তার কেরিয়ার শুরু করেছিল। এমনকি এক সময় বাংলা ধারাবাহিকের পাশাপাশি বাংলা ছবিতেও অভিনয় করেছিলেন নীলাঞ্জনা। প্রসঙ্গত, ২০০৪ সালে যীশু সেনগুপ্তের সাথে সাত পাকে বাঁধা পড়েন তিনি। তারপর তিনি ও যিশু সেনগুপ্ত দুই সন্তান যথা সারা ও জারা’র মা,বাবা হন।

Related Articles